এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী? [ব. বো. ২০১৫]
(ক) এপিকার্ডিয়াম
(খ) মায়োকার্ডিয়াম
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) এন্ডোকার্ডিয়াম
সঠিক উত্তর: (গ) পেরিকার্ডিয়াম


২। আরাফাত পায়েস খাওয়ার সময় টসটসে কিসমিস দেখতে পেল। এক্ষেত্রে কিসমিস টসটসে হওয়ার কারণ কী?
(ক) ব্যাপন
(খ) শোষণ
(গ) অভিস্রবণ
(ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর: (গ) অভিস্রবণ


৩। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যাথা অনুভূত হওয়াকে কী বলে? [ঢা. বো.; ব. বো. ২০১৬]
(ক) স্ট্রোক
(খ) অ্যানজিনা
(গ) অ্যানিমিয়া
(ঘ) অ্যাথারোসক্লোরোসিস
সঠিক উত্তর: (খ) অ্যানজিনা


৪। রক্তের 'A' গ্র“প শুধুমাত্র নিচের কোন গ্র“পের রক্ত গ্রহণ করতে পারবে? [ঢা. বো.; ব. বো. ২০১৬]
(ক) B এবং O
(খ) শুধু A
(গ) A এবং O
(ঘ) A এবং B
সঠিক উত্তর: (গ) A এবং O


৫। হৃদপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? [রা. বো., কু. বো. ২০১৬]
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ) ৩টি


৬। প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? [রা. বো. ২০১৬]
(ক) লিনিয়াস
(খ) কার্টিস
(গ) লোয়ী
(ঘ) গ্রেগর জোহান মেন্ডেল
সঠিক উত্তর: (খ) কার্টিস


৭। কোনটির সংক্রমণে বাতজ্বর হয়? [দি. বো. ২০১৬]
(ক) স্ট্রেপটো কক্কাস
(খ) ফানজাই
(গ) ভাইরাস
(ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (ক) স্ট্রেপটো কক্কাস


৮। অধিক মাত্রার কোলেস্টেরোলের উৎস কোনটি? [দি. বো. ২০১৬]
(ক) চিংড়ি, যকৃত
(খ) ঝিনুক, দুধ
(গ) ডিম, মাছ
(ঘ) কচ্ছপ, পনির
সঠিক উত্তর: (ক) চিংড়ি, যকৃত


৯। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন? [কু. বো. ২০১৬]
(ক) বেনজ
(খ) কার্ল এরেকি
(গ) স্টাস বার্জার
(ঘ) কার্ল ল্যান্ডস্টেইনার
সঠিক উত্তর: (ঘ) কার্ল ল্যান্ডস্টেইনার


১০। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়? [চ. বো. ২০১৬]
(ক) Bacillus
(খ) Pseudomonas
(গ) Streptococcus
(ঘ) Staphylococcus
সঠিক উত্তর: (গ) Streptococcus


১১। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? [চ. বো. ২০১৬]
(ক) কিউটিকল
(খ) বর্ষবলয়
(গ) লেন্টিসেল
(ঘ) কাইটিন
সঠিক উত্তর: (গ) লেন্টিসেল


১২। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠে কারণ- [সি. বো. ২০১৬]
(ক) ইমবাইবিশন
(খ) ব্যাপন
(গ) অভিস্রবণ
(ঘ) শোষণ
সঠিক উত্তর: (ক) ইমবাইবিশন


১৩। আমাদের রক্তে LDL এর শতকরা পরিমাণ কত? [সি. বো. ২০১৬]
(ক) ৭০%
(খ) ৮০%
(গ) ৯০%
(ঘ) ১০০%
সঠিক উত্তর: (ক) ৭০%


১৪। ধমনীর প্রাচীর কয় স্তরবিশিষ্ট? [য. বো. ২০১৬; ব. বো. ২০১৫]
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (গ) তিন


১৫। কোলেস্টেরোল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? [য. বো. ২০১৬]
(ক) ইথানল
(খ) কোলেস্টেইন
(গ) ফ্যাটি এসিড
(ঘ) ফরমালডিহাইড
সঠিক উত্তর: (খ) কোলেস্টেইন


১৬। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়? [ঢা. বো. ২০১৫, ব. বো. ২০১৫]
(ক) বাতাসে CO2 এর পরিমাণ খুব বেশী বৃদ্ধি পেলে
(খ) পাতায় H2O এর পরিমাণ বৃদ্ধি পেলে
(গ) বাতাসে O2 এর ঘনত্ব বেড়ে গেলে
(ঘ) বাতাসে SO2 এর পরিমাণ ১% এর কম হলে
সঠিক উত্তর: (ক) বাতাসে CO2 এর পরিমাণ খুব বেশী বৃদ্ধি পেলে


১৭। লোহিত রক্ত কণিকায় কয় ধরনের প্রোটিন থাকে? [ঢা. বো. ২০১৫]
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (ক) ২


১৮। রানা "O" গ্র“প রক্তধারী একটি ছেলে। তাকে কোন গ্র“পের রক্তধারী ব্যক্তি রক্ত দিতে পারবে? [রা.বো. ২০১৫]
(ক) A
(খ) B
(গ) AB
(ঘ) O
সঠিক উত্তর: (ঘ) O


১৯। অভিস্রবণ ও শ্বসনের হার বৃদ্ধিতে কোন হরমোনের প্রভাব রয়েছে? [রা.বো. ২০১৫]
(ক) অক্সিন
(খ) ইথিলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (ক) অক্সিন


২০। পাতার কোন অংশ সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? [দি.বো. ২০১৫]
(ক) ম্যাট্রিক্স
(খ) স্ট্রোমা ল্যামেলাম
(গ) গ্রানা
(ঘ) অন্তঃস্তর
সঠিক উত্তর: (গ) গ্রানা


২১। কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নাম দেন? [য.বো. ২০১৫]
(ক) কার্টিস
(খ) ম্যাসম
(গ) লিনিয়াস
(ঘ) লুন্ডে গার্ড
সঠিক উত্তর: (ক) কার্টিস


২২। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? [য.বো. ২০১৫]
(ক) A এবং Rh+
(খ) B এবং Rh–
(গ) O এবং Rh–
(ঘ) O এবং Rh–
সঠিক উত্তর: (গ) O এবং Rh–


২৩। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? [য.বো. ২০১৫]
(ক) ৮-৯%
(খ) ১০-১২%
(গ) ১৫-২০%
(ঘ) ২৫-৩০%
সঠিক উত্তর: (ক) ৮-৯%


২৪। রক্ত কোষের ক্যান্সারকে কী বলে? [ব.বো.২০১৫]
(ক) অ্যানজিনা
(খ) নিউমোনিয়া
(গ) অস্টিওপোরেসিস
(ঘ) লিউকোমিয়া
সঠিক উত্তর: (ঘ) লিউকোমিয়া


২৫। প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো? [রা.বো. ২০১৫]
(ক) আলো, পত্ররন্ধ্র
(খ) পত্ররন্ধ্র, পাতার সংখ্যা
(গ) তাপমাত্রা, আলো
(ঘ) তাপমাত্রা, পাতার সংখ্যা
সঠিক উত্তর: (গ) তাপমাত্রা, আলো


২৬। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? [দি.বো. ২০১৫]
(ক) দেহ কোষ
(খ) প্যারেনকাইমা
(গ) রক্ষীকোষ
(ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (গ) রক্ষীকোষ


২৭। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কোনটির জন্য? [দি.বো. ২০১৫]
(ক) অভিস্রবণ
(খ) ব্যাপন
(গ) ইমবাইবিশন
(ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (গ) ইমবাইবিশন


২৮। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? [কু.বো. ২০১৫]
(ক) অভিস্রবণ ও শ্বসন
(খ) শ্বসন ও প্রস্বেদন
(গ) অভিস্রবণ ও প্রস্বেদন
(ঘ) ব্যাপন ও শ্বসন
সঠিক উত্তর: (গ) অভিস্রবণ ও প্রস্বেদন


২৯। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে? [চ.বো. ২০১৫]
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (ঘ) চার


৩০। রক্তরসের রং কেমন? [ব.বো. ২০১৫]
(ক) লাল
(খ) ঈষৎ লালাভ
(গ) হলুদ
(ঘ) ঈষৎ হলুদাভ
সঠিক উত্তর: (ঘ) ঈষৎ হলুদাভ



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন




(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :



নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও ঃ
নাম রক্তের গ্রুপ
রাফিন A
তামিম B
তাসমিয়া AB
রাতুল O

১। রাফিনের রক্তের প্রয়োজন হলে কার নিকট থেকে রক্ত নিতে পারবে?
(ক) তামিম
(খ) তাসমিয়া
(গ) রাতুল
(ঘ) তামিম ও রাতুল
সঠিক উত্তর: (গ) রাতুল


২। তাসমিয়া-
i. রক্তে A, B এন্টিজেন বহন করে
ii. রাফিনকে রক্ত দান করতে পারবে
iii. তামিমের রক্ত গ্রহণ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii