১৩। আমাদের রক্তে LDL এর শতকরা পরিমাণ কত? [সি. বো. ২০১৬] (ক) ৭০%
(খ) ৮০%
(গ) ৯০%
(ঘ) ১০০%
সঠিক উত্তর: (ক) ৭০%
১৪। ধমনীর প্রাচীর কয় স্তরবিশিষ্ট? [য. বো. ২০১৬; ব. বো. ২০১৫] (ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (গ) তিন
১৫। কোলেস্টেরোল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? [য. বো. ২০১৬] (ক) ইথানল
(খ) কোলেস্টেইন
(গ) ফ্যাটি এসিড
(ঘ) ফরমালডিহাইড
সঠিক উত্তর: (খ) কোলেস্টেইন
১৬। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়? [ঢা. বো. ২০১৫, ব. বো. ২০১৫] (ক) বাতাসে CO2 এর পরিমাণ খুব বেশী বৃদ্ধি পেলে
(খ) পাতায় H2O এর পরিমাণ বৃদ্ধি পেলে
(গ) বাতাসে O2 এর ঘনত্ব বেড়ে গেলে
(ঘ) বাতাসে SO2 এর পরিমাণ ১% এর কম হলে
সঠিক উত্তর: (ক) বাতাসে CO2 এর পরিমাণ খুব বেশী বৃদ্ধি পেলে
১৭। লোহিত রক্ত কণিকায় কয় ধরনের প্রোটিন থাকে? [ঢা. বো. ২০১৫] (ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (ক) ২
১৮। রানা "O" গ্র“প রক্তধারী একটি ছেলে। তাকে কোন গ্র“পের রক্তধারী ব্যক্তি রক্ত দিতে পারবে? [রা.বো. ২০১৫] (ক) A (খ) B
(গ) AB
(ঘ) O
সঠিক উত্তর: (ঘ) O
১৯। অভিস্রবণ ও শ্বসনের হার বৃদ্ধিতে কোন হরমোনের প্রভাব রয়েছে? [রা.বো. ২০১৫] (ক) অক্সিন
(খ) ইথিলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (ক) অক্সিন
২০। পাতার কোন অংশ সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? [দি.বো. ২০১৫] (ক) ম্যাট্রিক্স
(খ) স্ট্রোমা ল্যামেলাম
(গ) গ্রানা
(ঘ) অন্তঃস্তর
সঠিক উত্তর: (গ) গ্রানা
২১। কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নাম দেন? [য.বো. ২০১৫] (ক) কার্টিস
(খ) ম্যাসম
(গ) লিনিয়াস
(ঘ) লুন্ডে গার্ড
সঠিক উত্তর: (ক) কার্টিস
২২। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? [য.বো. ২০১৫] (ক) A এবং Rh+
(খ) B এবং Rh–
(গ) O এবং Rh–
(ঘ) O এবং Rh–
সঠিক উত্তর: (গ) O এবং Rh–
২৩। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? [য.বো. ২০১৫] (ক) ৮-৯%
(খ) ১০-১২%
(গ) ১৫-২০%
(ঘ) ২৫-৩০%
২৮। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? [কু.বো. ২০১৫] (ক) অভিস্রবণ ও শ্বসন
(খ) শ্বসন ও প্রস্বেদন
(গ) অভিস্রবণ ও প্রস্বেদন
(ঘ) ব্যাপন ও শ্বসন
সঠিক উত্তর: (গ) অভিস্রবণ ও প্রস্বেদন
২৯। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে? [চ.বো. ২০১৫] (ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও ঃ নাম রক্তের গ্রুপ
রাফিন A
তামিম B
তাসমিয়া AB
রাতুল O
১। রাফিনের রক্তের প্রয়োজন হলে কার নিকট থেকে রক্ত নিতে পারবে? (ক) তামিম
(খ) তাসমিয়া
(গ) রাতুল
(ঘ) তামিম ও রাতুল
সঠিক উত্তর: (গ) রাতুল
২। তাসমিয়া- i. রক্তে A, B এন্টিজেন বহন করে
ii. রাফিনকে রক্ত দান করতে পারবে
iii. তামিমের রক্ত গ্রহণ করতে পারবে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii