উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সৃজনশীল প্রশ্ন (HSC Biology 2nd Paper CQ)


পঞ্চম অধ্যায়: মানব শারীরতত্ত্ব: শ্বাসক্রিয়া ও শ্বসন


(ক) জ্ঞানমূলক প্রশ্ন :


১। অ্যালভিওলাস কী? [যশোর বোর্ড-২০১৭; চট্টগ্রাম বোর্ড-২০১৭]
২। সারফ্যাকট্যান্ট কী? [বরিশাল বোর্ড-২০১৭]
৩। ডায়াফ্রাম কি? [দিনাজপুর বোর্ড-২০১৭]
৪। শ্বসন কাকে বলে? [দিনাজপুর বোর্ড-২০১৬]
৫। শ্বসন কী? [সিলেট বোর্ড-২০১৫]
৬। ওটিটিস মিডিয়া কী? [চট্টগ্রাম বোর্ড-২০১৫]
৭। ভেস্টিবিউল কী?
৮। স্বরযন্ত্র/ল্যারিংক্স কী?
৯। সেরাস ফ্লুইড কী?
১০। অ্যালভিওলাই কী?
১১। প্রশ্বাস কী?
১২। নিঃশ্বাস কী?
১৩। ব্রঙ্কিওল কী?
১৪। অক্সি-হিমোগ্লোবিন কী?
১৫। হিমোগ্লোবিন কী?
১৬। সাইনুসাইটিস কী?
১৭। প্ল্যুরা কী?
১৮। নাসাগলবিল কী?
১৯। কার্বামিনো যৌগ কী?
২০। এপিগ্লটিস কী?
২১। ট্রাকিয়া কী?
২২। অন্তঃশ্বসন কী?
২৩। কানপাকা কী?
২৪। টিম্পেনোমেট্রি কী?
২৫। ব্রংকাইটিস কী?
২৬। এমফাইসেমা কী?
২৭। মায়োগ্লোবিন কী?
২৮। হাঁপানি কী?
২৯। শ্বসনতন্ত্র কী?
৩০। খাদ্য কী প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে?(খ) অনুধাবনমূলক প্রশ্ন :


১। সাইনাস বলতে কি বুঝ? ২ [রাজশাহী বোর্ড-২০১৭]
২। এপিগ্লটিস এর কাজগুলি লিখ। ২ [যশোর বোর্ড-২০১৭]
৩। শ্বাসরঞ্জক বলতে কী বোঝ? [বরিশাল বোর্ড-২০১৬]
৪। ধূমপানের ফলে ফুসফুসের কী পরিণতি হয়? ২ [সিলেট বোর্ড-২০১৬]
৫। সাইনোসাইটিস রোগীকে কিভাবে শনাক্ত করবে?
৬। শ্বসনতন্ত্রের স্বর উৎপন্নকারী অংশটির বর্ণনা করো।
৭। শ্বসনে শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনের ভূমিকা লেখো।
৮। প্রকৃতি থেকে বায়ু ফুসফুসে প্রবেশের প্রক্রিয়া সম্পর্কে লেখো।
৯। শিশুদেহে সাইনোসাইটিসের লক্ষণসমূহ লেখো।
১০। শ্বসনে ডায়াফ্রামের ভূমিকা লেখো।
১১। একিউট সাইনোসাইটিস বলতে কী বোঝো?
১২। প্লুরোসি কিভাবে শ্বাস-প্রশ্বাসে সমস্যা করে?
১৩। বহিঃ ও অন্তঃশ্বসন বলতে কী বোঝো?
১৪। খাবার খাওয়ার সময় খাদ্যবস্তু শ্বাসনালিতে প্রবেশ না করার কারণ ব্যাখ্যা করো।
১৫। খাদ্যের মধ্যে শক্তি সঞ্চিত হয় কীভাবে?
১৬। শ্বাসনালির কাজ কী?
১৭। শ্বসন ও রক্ত সংবহন কীভাবে সম্পর্কিত?


(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [চট্টগ্রাম বোর্ড-২০১৭]

মানবদেহের বক্ষগহ্বরে দুটি বায়ুপূর্ণ থলি রয়েছে। প্রতিটি থলি অসংখ্য বায়ু কুঠরীতে বিভক্ত। এরা বিশেষ কৌশলে সংকোচিত প্রসারিত (ভেন্টিলেশন) হয়।
(গ) উদ্দীপকে উল্লিখিত একটি বায়ু কুঠুরীর গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত ভেন্টিলেশন কৌশলটি ব্যাখ্যা কর। ৪

২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[সিলেট বোর্ড-২০১৭]

মানবদেহে রক্তের মাধ্যমে O2 ও CO2 এর পরিবহন ঘটে। এইকভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত অন্য একটি প্রাণীতে কতগুলো সূক্ষ্মনালিকা এবং তাদের শাখা-প্রশাখার মাধ্যমে O2 ও CO2 এর পরিবহন ঘটে।
(গ) উদ্দীপকে উল্লিখিত ২য় প্রাণীটির শ্বসন অঙ্গের বর্ণনা দাও। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসন কৌশল কি একই রকম? যুক্তিসহ বুঝিয়ে লিখ। ৪

৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [ঢাকা বোর্ড-২০১৬]

“সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে। এতে অধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।”
(গ) উল্লিখিত উপাদান আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন কর। ৪

৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[বরিশাল বোর্ড-২০১৬]
মানবদেহের একটি অঙ্গের গঠন পড়ানোর সময় শিক্ষক বললেন এটি বক্ষ গহ্বরে অবস্থান করে, এটি লোবিওল নামক কতকগুলো অংশে বিভক্ত এবং এতে অসংখ্য বায়ুকুঠুরীও থাকে। তিনি আরও বললেন, ধূমপায়ী ব্যক্তির ক্ষেত্রে অঙ্গটির গঠনে কিছু ভিন্নতা দেখা যেতে পারে।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপক অনুসারে শিক্ষকের শেষ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৪

৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [রাজশাহী বোর্ড-২০১৫]
ধুমপানে আসক্ত কলিমুদ্দিন ইদানিং একটু পরিশ্রম করলেই শ্বাসকষ্ট দেখা দেয়। ডাক্তার তার ফুসফুসের এক্স-রে রিপোর্টে কিছু সমস্যা চিহ্নিত করলেন এবং ধুমপান বর্জনের পরামর্শসহ ঔষধ দিলেন। ডাক্তার প্রসঙ্গক্রমে রক্তের লোহিত কণিকার একটি উপাদানের কথা বললেন যা শ্বসনে বিশেষ ভূমিকা পালন করে।
(গ) উদ্দীপকে ডাক্তারের বর্ণিত রক্তের বিশেষ উপাদানটি শ্বসনে কী ভূমিকা পালন করে - ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে বর্ণিত আসক্তিটি কলিমুদ্দিনের জীবনে কী ধরনের জটিলতা ও পরিণতি ডেকে আনতে পারে বলে তুমি মনে কর। ৪

৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [সিলেট বোর্ড-২০১৫]


(গ) চিত্রে প্রদর্শিত তন্ত্রটির ক্ষুদ্রতম এককের গঠন ও কাজ ব্যাখ্যা কর। ৩
(ঘ) উপরের চিত্রের 'A' চিহ্নিত অংশে সংক্রমণ হলে যে সমস্যা দেখা যায় তা প্রতিকারের উপায় বর্ণনা কর। ৪

৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

জাহিদ একজন চেইন স্মোকার। ধূমপানের ফলে তার দেহ দিনদিন দুর্বল ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়লে সে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়ে ধূমপান না করার উপদেশ দেন। ডাক্তার জানালেন, ধূমাপানের কারণে লৌহ কণিকার অভাবে রক্তের একটি বিশেষ অংশ ঠিকভাবে গঠিত হতে পারে না।
(গ) উদ্দীপকে বর্ণিত রক্তের বিশেষ অংশটি কীভাবে কাজ করে ব্যাখ্যা কর।
(ঘ) জাহিদের অভ্যাস তার জীবনে কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে বলে তুমি মনে কর?

৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

একটি গাড়ি যখন চলার জন্য শক্তি পায় তেল বা গ্যাস থেকে। আমাদের দেহের সকল ধরনের বিপাকীয় কাজের জন্য শক্তির প্রয়োজন। আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। আর এ অক্সিজেনের সাথে খাদ্যের বিক্রিয়া থেকে আমরা শক্তি পাই।
(গ)আমরা বায়ু থেকে যে তন্ত্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি তার চিহ্নিত চিত্র অঙ্কন কর।
(ঘ)"প্রতিটি জীব তার শারীরবৃত্তীয় কাজ স¤পাদনের জন্য শক্তি উৎপাদন করে” - কীভাবে জীব তার দেহের অভ্যন্তরে শক্তি উৎপাদন করে আলোচনা কর।

৯। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

দেহের সব ধরনের বিপাকীয় কাজের জন্য শক্তির প্রয়োজন। এ শক্তি খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে। আমাদের দেহে এই খাদ্যের জারণের ফলে শক্তি নির্গত হয়। প্রতিটি সজীব কোষেই খাদ্যবস্তুর জারণ হয়ে থাকে। জারণের ফলে CO2 পানি ও তাপ উৎপন্ন হয় এবং স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।
(গ) উদ্দীপকের ক্রিয়া সম্পাদনে হিমোগ্লোবিনের ভূমিকা ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের প্রক্রিয়া সম্পাদনকারী তন্ত্রটির পরিবেশের সাথে মানবদেহের সম্পর্ক বিশ্লেষণ কর।

১০। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

পরিসংখ্যান অনুযায়ী ঢাকা শহরের বাতাসে সীসার পরিমাণ অত্যন্ত বেশি। এছাড়া ঢাকা শহরের বাতাসে অন্যান্য দূষণকারী উপাদানের পরিমাণও অনেক বেশি। এ দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে ঢাকা শহরের অধিবাসীরা বিভিন্ন ধরনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগে থাকে।
(গ) উদ্দীপকে কোন ব্যাপারটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর ।
(ঘ) উদ্দীপকের দূষণের ফলে ঢাকার মানুষ ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হবে বলে তুমি মনে কর ।