এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


দ্বাদশ অধ্যায়: প্রাণী আচরণ


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন নিম্নোক্ত কোন ধরনের? [চ. বো. ১৯]
(ক) ট্রোপোট্যাক্সিস
(খ) টেলোটক্সিস
(গ) মেনোট্যাক্সিস
(ঘ) নেমোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) মেনোট্যাক্সিস


২। অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমনকে কী বলে? [কু. বো. ১৯]
(ক) নেমোট্যাক্সিস
(খ) মেনোট্যাক্সিস
(গ) কেমোট্যাক্সিস
(ঘ) ক্লাইনোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) কেমোট্যাক্সিস


৩। জীবের দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিসকে বলা হয়- [দি. বো. ১৯]
(ক) রিওট্যাক্সিস
(খ) অ্যারোট্যাক্সিস
(গ) কেমোট্যাক্সিস
(ঘ) থিগমোট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) থিগমোট্যাক্সিস


৪। আলোর প্রতি প্রাণীর সাড়া দেয়াকে কী বলে? [রা. বো. ১৯]
(ক) ফটোট্যাক্সিস
(খ) টেলোট্যাক্সিস
(গ) নেমোট্যাক্সিস
(ঘ) ট্রোপোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) ফটোট্যাক্সিস


৫। আলোর প্রতি প্রাণীর সাড়াকে কী বলে? [সি. বো. ১৯]
(ক) ফটোট্যাক্সিস
(খ) টেলোট্যাক্সিস
(গ) নেমোট্যাক্সিস
(ঘ) ট্রোপোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) ফটোট্যাক্সিস


৬। শব্দের প্রতি সাড়াদান প্রাণীর কোন ধরনের ট্যাক্সিস? [মা. বো. ১৯]
(ক) ফোনোট্যাক্সিস
(খ) ফটোট্যাক্সিস
(গ) রিওট্যাক্সিস
(ঘ) থার্মোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) ফোনোট্যাক্সিস


৭। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে স্তনপান কোন ধরনের আচরণ? [কু. বো. ১৯]
(ক) FAP
(খ) Feflex
(গ) Taxis
(ঘ) Learning
সঠিক উত্তর: (ক) FAP


৮। সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটি? [ব. বো. ১৯]
(ক) বুদ্ধির সাথে সম্পর্কিত
(খ) প্রজাতি নির্দিষ্ট নয়
(গ) বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত
(ঘ) অনুশীলন দ্বারা অর্জিত
সঠিক উত্তর: (গ) বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত


৯। ফোনোট্যাক্সিসের সঙ্গে নিম্নের কোনটি জড়িত? (সকল বোর্ড - ২০১৮)
(ক) আলো
(খ) শব্দ
(গ) স্রোত
(ঘ) অভিকর্ষ
সঠিক উত্তর: (খ) শব্দ


১০। ইথোলজির জনক কে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) কোনর‌্যাড লরেঞ্জ
(খ) নিকো টিনবার্জেন
(গ) আই. পি. প্যাভলভ
(ঘ) কার্ল ফন ফ্রিস
সঠিক উত্তর: (ক) কোনর‌্যাড লরেঞ্জ


১১। থিগমোট্যাক্সিস কিসের প্রতি প্রক্রিয়া প্রদর্শন করে? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) স্পর্শের
(খ) স্রোতের
(গ) বায়ুপ্রবাহের
(ঘ) শকের
সঠিক উত্তর: (ক) স্পর্শের


১২। জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) ব্যাঙ
(খ) মৌমাছি
(গ) স্টিকলব্যাক
(ঘ) টুনটুনি
সঠিক উত্তর: (গ) স্টিকলব্যাক


১৩। কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) হাইড্রোট্যাক্সিস
(খ) জিওট্যাক্সিস
(গ) ফটোট্যাক্সিস
(ঘ) থার্মোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) হাইড্রোট্যাক্সিস


১৪। নিচের কোনটি শিখন আচরণ? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) বাবুই পাখির বাসা তৈরি
(খ) ময়ূরের নৃত্য পরিবেশন
(গ) হাঁসের ছানার মাকে অনুসরণ
(ঘ) শীতের পাখির মাইগ্রেশন
সঠিক উত্তর: (গ) হাঁসের ছানার মাকে অনুসরণ


১৫। সর্বপ্রথম কোন বিজ্ঞানী মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) হ্যান্স পিটার্স
(খ) লরেঞ্জ
(গ) টিনাবারগেন
(ঘ) প্যাভলভ
সঠিক উত্তর: (ক) হ্যান্স পিটার্স


১৬। রাণী মৌমাছির দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) এস্ট্রোজেন
(খ) প্রোজেস্টেরন
(গ) টেস্টোস্টেরন
(ঘ) ফেরোমোন
সঠিক উত্তর: (ঘ) ফেরোমোন


১৭। অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদানকে কি বলে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) থিগমোট্যাক্সিস
(খ) রিওট্যাক্সিস
(গ) টেলেট্যাক্সিস
(ঘ) অ্যারোট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) অ্যারোট্যাক্সিস


১৮। জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) টুনটুনি
(খ) মৌমাছি
(গ) ব্যাঙ
(ঘ) স্টিকেলব্যাক
সঠিক উত্তর: (ঘ) স্টিকেলব্যাক


১৯। অপত্য লালন কোন ধরনের আচরণ? (যশোর বোর্ড-২০১৭)
(ক) সহজাত
(খ) সামাজিক
(গ) প্রতিবর্তী
(ঘ) শিখন
সঠিক উত্তর: (ক) সহজাত


২০। বর্ষাকালে কার্পমাছ হালদা নদীতে ডিম ছাড়ে - এটা কোন ধরনের ট্যাক্সিস? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) কেমোট্যাক্সিস
(খ) হাইড্রোট্যাক্সিস
(গ) রিওট্যাক্সিস
(ঘ) ফনোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) রিওট্যাক্সিস


২১। প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) সাপেক্ষণ
(খ) অনুকরণ
(গ) পরীক্ষালব্ধ
(ঘ) সুপ্ত
সঠিক উত্তর: (ক) সাপেক্ষণ


২২ । পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে যে ট্যাক্সিস ঘটে তা হলো- (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) রিওট্যাক্সিস
(খ) কেমোট্যাক্সিস
(গ) হাইড্রোট্যাক্সিস
(ঘ) জিওট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) জিওট্যাক্সিস


২৩। রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) রানী
(খ) ড্রোন
(গ) কর্মী
(ঘ) কর্মী ও ড্রোন উভয়ের
সঠিক উত্তর: (গ) কর্মী


২৪। শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) ফটোট্যাক্সিস
(খ) থিগমোট্যাক্সিস
(গ) ফনোট্যাক্সিস
(ঘ) রিওট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) ফনোট্যাক্সিস


২৫। মাকড়সার সিল্কগ্রন্থি থেকে কী নিঃসৃত হয়? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) সেরাটোনিন
(খ) হিস্টামিন
(গ) স্ক্লেরোপ্রোটিন
(ঘ) অ্যালবুমিন
সঠিক উত্তর: (গ) স্ক্লেরোপ্রোটিন


২৬। কোনটি প্রাণীর দৈহিক স্পর্শ জনিত ট্যাক্সিস? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) থিগমোট্যাক্সিস
(খ) অ্যারোট্যাক্সিস
(গ) রিওট্যাক্সিস
(ঘ) মেনোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) থিগমোট্যাক্সিস


২৭ । মৌচাকে মৌমাছির আচরণ কি ধরনের? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) সহজাত
(খ) সামাজিক
(গ) শিখন
(ঘ) প্রতিবর্তী
সঠিক উত্তর: (খ) সামাজিক


২৮ । প্রতিদিন সন্ধ্যায় পাখির সঠিকভাবে ঘরে ফেরা হলো- (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) মেনোট্যাক্সিস
(খ) নেমোট্যাক্সিস
(গ) টেলোট্যাক্সিস
(ঘ) জিওট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) মেনোট্যাক্সিস


২৯। প্রজনন ঋতুতে কার্প মাছের হালদায় আগমন কোন ধরনের আচরণ? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) হাইড্রোট্যাক্সিস
(খ) জিওট্যাক্সিস
(গ) রিওট্যাক্সিস
(ঘ) কেমোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) রিওট্যাক্সিস


৩০। প্রাণীর আচরণ সম্বন্ধে জ্ঞানলাভ করাকে কী বলা হয়? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) Ethology
(খ) Taxonomy
(গ) Ecology
(ঘ) Embryology
সঠিক উত্তর: (ক) Ethology


৩১। সামাজিক আচরণ প্রদর্শনকারী প্রাণী কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) কুকুর
(খ) মৌমাছি
(গ) বাবুই পাখি
(ঘ) ব্যাঙ
সঠিক উত্তর: (খ) মৌমাছি


৩২। আগুনে কারো হাত পড়লে সংগে সংগে সে তার হাত সরিয়ে নিবে। এটা কোন ধরনের আচরণ? (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) স্বভাবজাত
(খ) প্রতিবর্ত ক্রিয়া
(গ) শিখন
(ঘ) ট্যাক্সিস
সঠিক উত্তর: (খ) প্রতিবর্ত ক্রিয়া


৩৩। “অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার” মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) হুগো দ্য ভ্রিস
(খ) চার্লস ডারউইন
(গ) ল্যামার্ক
(ঘ) আর্নস্ট হেকেল
সঠিক উত্তর: (গ) ল্যামার্ক


৩৪। শব্দ উৎসের প্রেক্ষিতে সম্পন্ন ওরিয়েন্টেশনকে কি বলা হয়? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) কেমোট্যাক্সিস
(খ) ফটোট্যাক্সিস
(গ) ফোনোট্যাক্সিস
(ঘ) জিওট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) ফোনোট্যাক্সিস


৩৫। নিচের কোনটি সহজাত আচরণ? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) অভ্যাসগত
(খ) সাপেক্ষীকরণ
(গ) অনুকরণ
(ঘ) অপত্য লালন
সঠিক উত্তর: (ঘ) অপত্য লালন


৩৬। প্রবাহমান পানি দ্বারা প্রভাবিত হয়ে সচল প্রাণীতে যে ট্যাক্সিস ঘটে, তার নাম কী? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) জিওট্যাক্সিস
(খ) থিগমোট্যাক্সিস
(গ) অ্যারোট্যাক্সিস
(ঘ) রিওট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) রিওট্যাক্সিস


৩৭। আলোর প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়া হলো-(সিলেট বোর্ড-২০১৫)
(ক) Chemotaxis
(খ) Thigmotaxis
(গ) Rheotaxis
(ঘ) Phototaxis
সঠিক উত্তর: (ঘ) Phototaxis


৩৮। ইথোলজির জনক কে? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) টিনবারজেন
(খ) লরেঞ্জ
(গ) পেভলো
(ঘ) এরিস্টটল
সঠিক উত্তর: (খ) লরেঞ্জ


৩৯। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়- (সিলেট বোর্ড-২০১৫)
(ক) Ecology
(খ) Evolution
(গ) Limnology
(ঘ) Paleontology
সঠিক উত্তর: (ঘ) Paleontology


৪০। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্র–ইজম হল- (যশোর বোর্ড-২০১৫)
(ক) পরার্থপরতা
(খ) স্বার্থপরতা
(গ) অস্বাভাবিকতা
(ঘ) অর্জিত গুণ
সঠিক উত্তর: (ক) পরার্থপরতা


৪১। ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালা ক্ষরণ হয়, এটি- (যশোর বোর্ড-২০১৫)
(ক) সহজাত আচরণ
(খ) সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া
(গ) অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া
(ঘ) শিক্ষণ আচরণ
সঠিক উত্তর: (গ) অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া


৪২। প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন অক্সগ দ্বারা ?
(ক) মস্তিষ্ক
(খ) বুদ্ধি
(গ) জিন
(ঘ) সুষুম্নাকা-
সঠিক উত্তর:


৪৩। পাভলভকে চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে?
(ক) ১৯০৪
(খ) ১৯৪০
(গ) ১৯৪৪
(ঘ) ১৯১৪
সঠিক উত্তর:


৪৪। Apis indica এর আকৃতি প্রায় কত মি. মি. ?
(ক) ১৫ মি. মি.
(খ) ৪৫ মি. মি.
(গ) ০৫ মি. মি.
(ঘ) ৩৫ মি. মি.
সঠিক উত্তর:


৪৫। শ্রমবিভাজনের ভিত্তিতে একটি মৌচাকের মৌমাছিদেরকে কয় ভাগে ভাগ করা হয়?
(ক) ২ ভাগে
(খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্রুইজম হলো- [য. বো. ১৯]
i. পরার্থপরতা
ii. অর্জিত গুণ
iii. সামাজিক বন্ধন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


২। প্রাণীর সহজাত আচরণ হলো– (ঢাকা বোর্ড-২০১৭)
i. মাকড়শার জাল তৈরি
ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ
iii. কুকুরের মুখে লালা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩। প্রাণীর সহজাত আচরণ কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
i. মাকড়সার জাল তৈরি
ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ
iii. কুকুরের মুখে লালক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৪। পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ- (যশোর বোর্ড-২০১৬)
i. সহজাত আচরণ
ii. শিখন আচরণ
iii. সামাজিক আচরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৫। সহজাত আচরণের বৈশিষ্ট্য হলো- (রাজশাহী বোর্ড-২০১৫)
i. বংশগত ও জীন দ্বারা নিয়ন্ত্রিত
ii. পর্যায়ক্রমে আত্মপ্রকাশ করে
iii. শিক্ষা দ্বারা অর্জিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৬। প্রাণীর সহজাত আচরণ হলো- (সিলেট বোর্ড-২০১৫)
i. মাকড়শার জাল তৈরি
ii. মৌমাছির মৌচাক তৈরি
iii. কুকুরের মুখে লালা ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৭। ট্যাক্সেসের বৈশিষ্ট্য হল- (যশোর বোর্ড-২০১৫)
i. জীব অপরিবর্তনীয় সাড়া দান করে
ii. স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে
iii. দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৮। সহজাত আচরণ হলো-
i. মৌমাছির মৌচাক তৈরি করা
ii. পিনের খোচা লাগলে হাত সরিয়ে ফেলা
iii. মাকড়শার জাল বোনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ঢা. বো. ১৯]
সাবিহা পুকুর পাড়ে বসে রুই মাছের পোনার সাঁতারকাটা দেখছিল। হঠাৎ লক্ষ্য করল একটি শোল মাছ একঝাক পোনা নিয়ে পানিতে সাঁতার কাটছে।

১। সাবিহার দেখা ২য় মাছটিতে কোন ধরনের আচরণ প্রকাশ পায়- [ঢা. বো. ১৯]
(ক) সহজাত
(খ) টার্মিনেটিং
(গ) শিখন
(ঘ) অনুকরণ
সঠিক উত্তর: (ক) সহজাত


২। উদ্দীপকের ১ম মাছের আইশের বৃদ্ধি বেশি হয়- [ঢা. বো. ১৯]
i. বর্ষাকালে
ii. গ্রীষ্মকালে
iii. বসন্তকালে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের চিত্রের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (আলীম পরীক্ষা ২০১৮)


৩। চিত্রের 'B' অংশটি- (আলীম পরীক্ষা ২০১৮)
i. রেশটি সুতা দিয়ে তৈরি
ii. ফাঁদ হিসেবে কাজ করে
iii. অনিয়ত গঠনের হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৪। চিত্রের প্রাণীর আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়
(খ) অনুশীলন করতে হয়
(গ) শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত
(ঘ) বংশগত ও জীন নিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (ঘ) বংশগত ও জীন নিয়ন্ত্রিত

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৭)
আন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ্য করল-মা মুরগির পিছু পিছু ছানাগুলা উঠানে ঘুরে বেড়াচ্ছে।

৫। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো– (রাজশাহী বোর্ড-২০১৭) i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৬। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ
ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয়
iii.প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (রাজশাহী বোর্ড-২০১৬)

৭ । উদ্দীপকের আলোকে ‘B’ প্রাণীটির আচরণ কোন ধরনের? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ট্যাক্সিস
(খ) শিখন
(গ) রিফ্লেক্স
(ঘ) সহজাত
সঠিক উত্তর: (ঘ) সহজাত


৮ । উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশের বৈশিষ্ট্য- (রাজশাহী বোর্ড-২০১৬)
i. স্ক্লেরোপ্রোটিনে তৈরি ii. স্টিলের চেয়ে ৫ গুণ শক্ত
iii. স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (কুমিল্লা বোর্ড-২০১৫)
শীতকালে সাইবেরিয়া থেকে অনেক পাখি অভিপ্রায়ন ঘটিয়ে আমাদের দেশের বিভিন্ন জলাভূমিতে আসে। আবার মাকড়সাও নির্দিষ্ট রীতিতে সুন্দর করে জাল বুনে।

৯। উদ্দীপকে প্রাণী দুটি কিরূপ আচরণ প্রদর্শন করে? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) সামাজিক আচরণ (খ) সহজাত আচরণ
(গ) শিক্ষণ আচরণ (ঘ) রিফ্লেক্স
সঠিক উত্তর: (খ) সহজাত আচরণ


১০। উদ্দীপকের ২য় প্রাণীর ক্ষেত্রে-(কুমিল্লা বোর্ড-২০১৫)
i. স্কে¬রোপ্রোটিন দ্বারা জালের সুতা গঠিত
ii. একই ব্যাসের ইস্পাতের সুতার চেয়েও শক্ত
iii. ছেঁড়ার আগে দৈর্ঘ্যরে ১৫ অংশ পর্যন্ত প্রসারিত হয় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৫)

১১। উদ্দীপকটি কোন ট্যাক্সিস নির্দেশ করে? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) রিওট্যাক্সিস (খ) ট্রপোট্যাক্সিস
(গ) মেনোট্যাক্সিস (ঘ) ক্রিনোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) মেনোট্যাক্সিস


১২। কোন বিষয়টি বিবেচনায় রেখে উদ্দীপকের প্রাণিটি চলে? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) কৌণিক দূরত্ব
(খ) চলন পথের দূরত্ব
(গ) আলো
(ঘ) অন্ধকার
সঠিক উত্তর: (ক) কৌণিক দূরত্ব

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


১৩। কোনটি সহজাত আচরণ নয়?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:


১৪। কোনটি সাপেক্ষীকরণ আচরণ?
(ক) A
(খ) C
(গ) B
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: