এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


পঞ্চম অধ্যায়: মানব শারীরতত্ত্ব: শ্বাসক্রিয়া ও শ্বসন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। মানব ভ্রূণে কয় সপ্তাহ বয়স থেকে সারফেকটেন্ট ক্ষরণ শুরু হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ২১
(খ) ২২
(গ) ২৩
(ঘ) ২৪
সঠিক উত্তর: (গ) ২৩


২। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ট্রাকিওল
(খ) ট্রাকিয়া
(গ) ব্রঙ্কাস
(ঘ) অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ঘ) অ্যালভিওলাস


৩। Adam's Apple কোথায় থাকে? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) ডেস্টিবিউলে
(খ) স্বরযন্ত্রে
(গ) ট্রাকিয়ায়
(ঘ) ব্রঙ্কাসে
সঠিক উত্তর: (গ) ট্রাকিয়ায়


৪। বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) ২
(খ) ৪
(গ) ৬
(ঘ) ৮
সঠিক উত্তর: (ক) ২


৫। ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) শ্বসনে এর কোনো ভূমিকা নেই
(খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে
(গ) ফ্রেনিক ধমনী রক্ত সংগ্রহ করে
(ঘ) সকল মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়
সঠিক উত্তর: (খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে


৬। মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ১০
(খ) ৮
(গ) ৬
(ঘ) ৪
সঠিক উত্তর: (ক) ১০


৭। নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই
(খ) ব্রংকাই → ট্রাকিয়া → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই
(গ) ট্রাকিয়া → বঙ্কিওল → ব্রংকাই → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থালি → অ্যালবিওলাই
(ঘ) ট্রাকিয়া → অ্যালভিওলার থলি → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলাই
সঠিক উত্তর: (ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই


৮। ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে বলে– (যশোর বোর্ড-২০১৭)
(ক) ভাইটাল ক্যাপাসিটি
(খ) টাইডাল বায়ু
(গ) টাইডাল ভলিউম
(ঘ) রেসিডিউয়াল ভলিউম
সঠিক উত্তর: (ক) ভাইটাল ক্যাপাসিটি


৯। অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) হৃদপিণ্ড
(খ) ফুসফুস
(গ) পাকস্থলী
(ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (খ) ফুসফুস


১০। সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) হৃদপিণ্ড
(খ) ফুসফুস
(গ) মস্তিষ্ক
(ঘ) অস্থিসন্ধি
সঠিক উত্তর: (খ) ফুসফুস


১১। ট্রাকিয়া কী দিয়ে গঠিত?
(ক) অস্থি
(খ) তরুণাস্থি
(গ) শিরা
(ঘ) ধমনী
সঠিক উত্তর:


১২। মানবদেহে বহিঃশ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
সঠিক উত্তর:


১৩। প্লুরা নামক দু স্তরবিশিষ্ট এক ধরনের পর্দা দ্বারা ঢাকা থাকে কোনটি?
(ক) অ্যালভিওলাস
(খ) স্বরযন্ত্র
(গ) ট্রাকিয়া
(ঘ) ফুসফুস
সঠিক উত্তর:


১৪। বায়ুথলি থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?
(ক) অভিস্রবণ
(খ) প্রস্বেদন
(গ) শ্বসন
(ঘ) ব্যাপন
সঠিক উত্তর:


১৫। অন্তঃশ্বসন প্রধানত কোষের কোথায় সংঘটিত হয়?
(ক) প্লাজমামেমব্রেনে
(খ) নিউক্লিয়াসে
(গ) মাইটোকন্ড্রিয়ায়
(ঘ) কোষগহ্বরে
সঠিক উত্তর:


১৬। ব্রঙ্কাসের সংক্রমণকে কী বলে?
(ক) নিউমোনিয়া
(খ) হাঁপানি
(গ) ব্রঙ্কাইটিস
(ঘ) প্লুরিসি
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। রক্তে CO2 এর পরিমাণ বেড়ে গেলে- (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়
ii. প্রশ্বাসের হার কমে যায়
iii. দেহের এনজাইম ও প্রোটিন ধ্বংস হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২। অ্যালভিওলাস– (যশোর বোর্ড-২০১৭)
i. ফুসফুসের গঠন ও কার্যের একক
ii. প্রাচীরে কোলাজেন তন্তু থাকে
iii. জীবাণু ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩। মানুষের শ্বসনতন্ত্রের অক্সগগুলো হচ্ছে-
(i) নাসাপথ, নাসা, গলবিল
(ii) স্বরযন্ত্র, ট্রাকিয়া
(iii) ব্রঙ্কাস, ফুসফুস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :




১। উপরের চিত্রের অঙ্গটির কাজ কী? (সকল বোর্ড - ২০১৮)
(ক) রোগ প্রতিরোধ
(খ) গ্যাসীয় পদার্থের বিনিময়
(গ) ভারসাম্য রক্ষা
(ঘ) হরমোন নিঃসরণ
সঠিক উত্তর: (খ) গ্যাসীয় পদার্থের বিনিময়

নিচের চিত্রটি লক্ষ্য করে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)


২। 'A' এর আয়নিক সমতা রক্ষার্থে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ করে কোনটি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) Cl–
(খ) H+
(গ) Na+
(ঘ) K+
সঠিক উত্তর: (ক) Cl–


৩। 'B' চিহ্নিত যৌগটি প্রাণিকোষে কোথায় উৎপন্ন হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) গলজি বস্তু
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) রাইবোজোম
(ঘ) লাইগোজোম
সঠকি উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া

নিচের চিত্রটি দেখ এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (চট্টগ্রাম বোর্ড-২০১৭)


৪। উদ্দীপকে 'P' চিহ্নিত অংশটির নাম কি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ট্রাকিয়া
(খ) ব্রঙ্কাস
(গ) ব্রঙ্কিওল
(ঘ) অ্যালভিওলার নালি
সঠিক উত্তর: (গ) ব্রঙ্কিওল


৫। উদ্দীপকের Q চিহ্নিত অংশে– (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
i. স্কোয়ামাশ এপিথেলিয়াম থাকে
ii. সারফেকট্যান্ট নিঃসৃত হয়
iii. গ্যাসীয় বিনিময় ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৭)
সুজন নিয়মিত ধূমপান করে। কিন্তু কয়েকদিন ধরে সে প্রায়ই অসুস্থ থাকছে। ডাক্তারের নিকট গেলে ডাক্তার তার দেহের বিভিন্ন ধরনের সমস্যার কথা জানালেন। তিনি আরও বললেন দুজন এখনই ধূমপান ত্যাগ না করলে ভবিষ্যতে তাকে মারাত্মক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে।

৬। উদ্দীপকের উপাদানে ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত পদার্থ থাকে তা হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. CO
ii. নিকোটিন
iii. টার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৭। উদ্দীপক অনুযায়ী সুজনের যে সসম্যা হতে পারে তা হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. অ্যালভিওলাই নষ্ট হওয়া
ii. ফুসফুসের অন্তঃপ্রাচীরের সিলিয়া অবশ হওয়া
iii. এক্সরে ফিল্ম সাদাটে হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


৮। উপরের চিত্রটি কোন রোগের সাথে সংশ্লিষ্ট?
(ক) নিউমোনিয়া
(খ) হাঁপানি
(গ) সাইনুসাইটিস
(ঘ) প্লুরিসি
সঠিক উত্তর:


৯। কোন জীবাণুর সংক্রমণে উপরোক্ত রোগটি হয়ে থাকে?
(ক) ভাইরাস
(খ) ব্যাক্টেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) কেনোটিই নয়
সঠিক উত্তর: