এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


পঞ্চম অধ্যায়: মানব শারীরতত্ত্ব: শ্বাসক্রিয়া ও শ্বসন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। মানব ভ্রূণে কয় সপ্তাহ বয়স থেকে সারফেকটেন্ট ক্ষরণ শুরু হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ২১
(খ) ২২
(গ) ২৩
(ঘ) ২৪
সঠিক উত্তর: (গ) ২৩


২। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ট্রাকিওল
(খ) ট্রাকিয়া
(গ) ব্রঙ্কাস
(ঘ) অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ঘ) অ্যালভিওলাস


৩। Adam's Apple কোথায় থাকে? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) ডেস্টিবিউলে
(খ) স্বরযন্ত্রে
(গ) ট্রাকিয়ায়
(ঘ) ব্রঙ্কাসে
সঠিক উত্তর: (গ) ট্রাকিয়ায়


৪। বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) ২
(খ) ৪
(গ) ৬
(ঘ) ৮
সঠিক উত্তর: (ঘ) ৮


৫। ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) শ্বসনে এর কোনো ভূমিকা নেই
(খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে
(গ) ফ্রেনিক ধমনী রক্ত সংগ্রহ করে
(ঘ) সকল মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়
সঠিক উত্তর: (খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে


৬। মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ১০
(খ) ৮
(গ) ৬
(ঘ) ৪
সঠিক উত্তর: (ক) ১০


৭। নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই
(খ) ব্রংকাই → ট্রাকিয়া → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই
(গ) ট্রাকিয়া → বঙ্কিওল → ব্রংকাই → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থালি → অ্যালবিওলাই
(ঘ) ট্রাকিয়া → অ্যালভিওলার থলি → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলাই
সঠিক উত্তর: (ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই


৮। ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে বলে– (যশোর বোর্ড-২০১৭)
(ক) ভাইটাল ক্যাপাসিটি < br>(খ) টাইডাল বায়ু
(গ) টাইডাল ভলিউম
(ঘ) রেসিডিউয়াল ভলিউম
সঠিক উত্তর: (ক) ভাইটাল ক্যাপাসিটি


৯। অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) হৃদপিণ্ড
(খ) ফুসফুস
(গ) পাকস্থলী
(ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (খ) ফুসফুস


১০। সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) হৃদপিণ্ড
(খ) ফুসফুস
(গ) মস্তিষ্ক
(ঘ) অস্থিসন্ধি
সঠিক উত্তর: (খ) ফুসফুস


১১। শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে? [ব.বো. ২০১৯]
(ক) সেকেন্ডারি ব্রঙ্কাস
(খ) টারসিয়ারি ব্রঙ্কাস
(গ) টার্মিনাল ব্রঙ্কিওল
(ঘ) অ্যালভিওলার নালি
সঠিক উত্তর: (ঘ) অ্যালভিওলার নালি


১২। কত সপ্তাহ বয়স্ক মানবভূণে সর্বপ্রথম সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়? [রা. বো. ২০২২]
(ক) ২৩
(খ) ২৪
(গ) ২০
(ঘ) ২৫
সঠিক উত্তর: (ক) ২৩


১৩। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়? [রা. বো, দি. বো, কু. বো., চ. বো., সি. বো., য.বো, ব. বো. ২০১৮]
(ক) ট্রাকিওল
(খ) ট্রাকিয়া
(গ) ব্রঙ্কাস
(ঘ) অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ঘ) অ্যালভিওলাস


১৪। নিচের কোনটি ফুসফুসের একক? [কু. বো. ২০২২]
(ক) নিউরন
(খ) নেফ্রন
(গ) অ্যালভিওলাস
(ঘ) ব্রঙ্কিওল
সঠিক উত্তর: (গ) অ্যালভিওলাস


১৫। অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়? [রা. বো. ২০১৭; সি. বো. ২০১৫]
(ক) হৃৎপিণ্ড
(খ) ফুসফুস
(গ) পাকস্থলি
(ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (খ) ফুসফুস


১৬। মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? [দি. বো. ২০১৭: সি. বো. ২০১৫]
(ক) ১০
(খ) ৮
(গ) ৬
(ঘ) 8
সঠিক উত্তর: (ক) ১০


১৭। সারফেকট্যান্ট কোনটিতে পাওয়া যায়? [ব.বো. ২০২২, দি.বো., ব. বো. ২০১৬]
(ক) ব্রঙ্কিওলে
(খ) অ্যালভিওলাসে
(গ) ট্রাকিয়ায়
(ঘ) ব্রঙ্কাসে
সঠিক উত্তর: (খ) অ্যালভিওলাসে


১৮। মানুষের ফুসফুসে মোট কয়টি লোব বিদ্যমান? [কু. বো. ২০১৬]
(ক) ২
(খ) ৩
(গ) 8
(ঘ) ৫
সঠিক উত্তর: (গ) 8


১৯। কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? [সি. বো. ২০১৬]
(ক) ফুসফুস
(খ) ব্রঙ্কাস
(গ) ট্রাকিয়া
(ঘ) অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ক) ফুসফুস


২০। শব্দ উৎপন্ন করে [য. বো. ২০১৬]
(ক) ফুসফুস
(খ) ব্রঙ্কাস
(গ) ল্যারিংক্স
(ঘ) গলবিল
সঠিক উত্তর: (গ) ল্যারিংক্স


২১। ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে বলে—[য. বো. ২০১৭ ]
(ক) ভাইটাল ক্যাপাসিটি
(খ) টাইডাল বায়ু
(গ) টাইডাল ভলিউম
(ঘ)রেসিডিউয়াল ভলিউম
সঠিক উত্তর: (ক) ভাইটাল ক্যাপাসিটি


২২। শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? [সি. বো. ২০২২]
(ক) ভেস্টিবিউল
(খ) নাসাগহ্বর
(গ) পশ্চাৎ নাসারন্ধ্র
(ঘ) নাসাগলবিল
সঠিক উত্তর: (খ) নাসাগহ্বর


২৩। মানুষের প্রতি ১০০ মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? [চ.বো ২০১৯]
(ক) ১৬
(খ) ২০
(গ) ২২
(ঘ) ২৪
সঠিক উত্তর: (ক) ১৬


২৪। নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক? [ঢা বো., দি. বো. ২০১৭]
(ক) ট্রাকিয়া → ব্রঙ্কাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলাস
(খ) ব্রঙ্কাই → ট্রাকিয়া → ব্রঙ্কিওল → অ্যালভিওলার
(গ) ট্রাকিয়া → ব্রঙ্কিওল → ব্রঙ্কাই → অ্যালভিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাস
(ঘ) ট্রাকিয়া → অ্যালভিওলার থলি → ব্রঙ্কাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ক) ট্রাকিয়া → ব্রঙ্কাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলাস


২৫। ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রয়োজ্য? [ব. বো. ২০১৭]
(ক) শ্বসনে এর কোনো ভূমিকা নেই
(খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে
(গ) ফ্রেনিক ধমনি রক্ত সংগ্রহ করে
(ঘ) সকল মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়
সঠিক উত্তর: (খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে


২৬। ফুসফুসে বায়ু প্রবাহের সঠিক গতিপথ কোনটি? [কু. বো. ২০১৬]
(ক) ল্যারিংক্স → ব্রঙ্কাই → ট্রাকিয়া → অ্যালভিওলি
(খ) ট্রাকিয়া → ল্যারিংক্স → ব্রঙ্কাই → অ্যালভিওলি
(গ) ব্রঙ্কাই → ট্রাকিয়া → ল্যারিংক্স → অ্যালভিওলি
(ঘ) ল্যারিংক্স → ট্রাকিয়া → ব্রঙ্কাই → অ্যালভিওলি
সঠিক উত্তর: (ঘ) ল্যারিংক্স → ট্রাকিয়া → ব্রঙ্কাই → অ্যালভিওলি


২৭। ‘ওটিটিস মিডিয়া' কোন অঙ্গের রোগ? [কু. বো. ২০২২]
(ক) চোখ
(খ) নাক
(গ) কান
(ঘ) গলা
সঠিক উত্তর: (গ) কান


২৮। কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়? [দি. বো. ২০১৬]
(ক) ফ্রন্টাল
(খ) ম্যাক্সিলারি
(গ) এথময়ডাল
(ঘ) স্ফেনয়েডাল
সঠিক উত্তর: (খ) ম্যাক্সিলারি


২৯। ট্রাকিয়া কী দিয়ে গঠিত?
(ক) অস্থি
(খ) তরুণাস্থি
(গ) শিরা
(ঘ) ধমনী
সঠিক উত্তর:


৩০। মানবদেহে বহিঃশ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
সঠিক উত্তর:


৩১। প্লুরা নামক দু স্তরবিশিষ্ট এক ধরনের পর্দা দ্বারা ঢাকা থাকে কোনটি?
(ক) অ্যালভিওলাস
(খ) স্বরযন্ত্র
(গ) ট্রাকিয়া
(ঘ) ফুসফুস
সঠিক উত্তর:


৩২। বায়ুথলি থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?
(ক) অভিস্রবণ
(খ) প্রস্বেদন
(গ) শ্বসন
(ঘ) ব্যাপন
সঠিক উত্তর:


৩৩। অন্তঃশ্বসন প্রধানত কোষের কোথায় সংঘটিত হয়?
(ক) প্লাজমামেমব্রেনে
(খ) নিউক্লিয়াসে
(গ) মাইটোকন্ড্রিয়ায়
(ঘ) কোষগহ্বরে
সঠিক উত্তর:


৩৪। ব্রঙ্কাসের সংক্রমণকে কী বলে?
(ক) নিউমোনিয়া
(খ) হাঁপানি
(গ) ব্রঙ্কাইটিস
(ঘ) প্লুরিসি
সঠিক উত্তর:


৩৫। নিচের কোনটিতে স্বর সৃষ্টিকারী ভোকাল কর্ড যুক্ত থাকে?
(ক) ভেস্টিবিউল
(খ) স্বরযন্ত্র
(গ) শ্বাসনালি
(ঘ) বায়ুনালি
সঠিক উত্তর: (খ) স্বরযন্ত্র


৩৬। Adam's Apple দেখা যায়—
(ক) অ্যালভিওলাসে
(খ) ফুসফুসে
(গ) স্বরযন্ত্রে
(ঘ) ট্রাকিয়ায়
সঠিক উত্তর: (গ) স্বরযন্ত্রে


৩৭। স্বরযন্ত্রের ভোকাল কর্ড কতটি?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
সঠিক উত্তর: (গ) ৬টি


৩৮। মানুষের ব্রঙ্কাসের প্রতিটি শাখাকে কী বলা হয়?
(ক) অ্যালভিওলাস
(খ) ব্রঙ্কিওল
(গ) ট্রাকিওল
(ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (খ) ব্রঙ্কিওল


৩৯। ফুসফুসের আবরণীর দুটি স্তরের মাঝে কী থাকে?
(ক) অ্যালভিওলাস
(খ) ব্রঙ্কিওল
(গ) অন্তঃপ্লুরা গহ্বর
(ঘ) বায়ুকুঠুরি
সঠিক উত্তর: (গ) অন্তঃপ্লুরা গহ্বর


৪০। ফুসফুসের গঠন ও কাজের একক কোনটি?
(ক) ট্রাকিয়া
(খ) ব্রঙ্কাস
(গ) অ্যালভিওলাস
(ঘ) ব্রঙ্কিওল
সঠিক উত্তর: (গ) অ্যালভিওলাস


৪১। মধ্যচ্ছদা নিচের দিকে নেমে আসলে কী ঘটে?
(ক) বক্ষ গহ্বরের ব্যাস হ্রাস পায়
(খ) ফুসফুসের মধ্যকার বায়ুচাপ বৃদ্ধি পায়
(গ) অরীয় পেশি সংকুচিত হয়
(ঘ) ফুসফুস হতে বায়ু বের হয়ে যায়
সঠিক উত্তর: (গ) অরীয় পেশি সংকুচিত হয়


৪২। শ্বসনে বক্ষগহ্বরের আয়তন পরিবর্তন সহায়ক ফ্রেনিক স্নায়ুর অবস্থান কোথায়?
(ক) ট্রাকিয়া
(খ) ব্রঙ্কাস
(গ) ফুসফুস
(ঘ) ডায়াফ্রাম
সঠিক উত্তর: (ঘ) ডায়াফ্রাম


৪৩। মানুষের নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত?
(ক) 0.08
(খ) 8.0
(গ) ১৬.৪
(ঘ) ৭৯.০
সঠিক উত্তর: (ক) 0.08


৪৪। মানবদেহের কলাকোষে CO2-এর পার্শ্বচাপ কত?
(ক) ৪০ মিলিমিটার Hg
(খ) ৫০ মিলিমিটার Hg
(গ) ৬০ মিলিমিটার Hg
(ঘ) ৭০ মিলিমিটার Hg
সঠিক উত্তর: (খ) ৫০ মিলিমিটার Hg


৪৫। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?
(ক) ২৭%
(খ) ৩০%
(গ) ৩৩%
(ঘ) ৩৭%
সঠিক উত্তর: (গ) ৩৩%


৪৬। ওটিটিস মিডিয়া রোগের সংক্রমণ কোথায় ঘটে?
(ক) ফুসফুসে
(খ) পাকস্থলিতে
(গ) মধ্যকর্ণে
(ঘ) বৃক্কে
সঠিক উত্তর: (গ) মধ্যকর্ণে


৪৭। ধমনি গাত্রে প্লাক জমার কাজ ত্বরান্বিত করে কোনটি?
(ক) স্থূলতা
(খ) অপর্যাপ্ত ঘুম
(গ) ধুমপান
(ঘ) অত্যাধিক পরিশ্রম
সঠিক উত্তর: (গ) ধুমপান


৪৮। ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কীরূপ?
(ক) লালচে
(খ) কালচে
(গ) নীলচে
(ঘ) সাদাটে
সঠিক উত্তর: (খ) কালচে


৪৯। ধূমপায়ীর ব্রঙ্কাস সংলগ্ন ফুসফুস অঞ্চলে কী রয়েছে?
(ক) লিম্ফ
(খ) সিস্ট
(গ) কোরক
(ঘ) বিড
সঠিক উত্তর: (গ) কোরক



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। রক্তে CO2 এর পরিমাণ বেড়ে গেলে- (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়
ii. প্রশ্বাসের হার কমে যায়
iii. দেহের এনজাইম ও প্রোটিন ধ্বংস হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২। অ্যালভিওলাস– (যশোর বোর্ড-২০১৭)
i. ফুসফুসের গঠন ও কার্যের একক
ii. প্রাচীরে কোলাজেন তন্তু থাকে
iii. জীবাণু ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩। শ্বাসনালির সংক্রমণজনিত রোগ হলো— [ব. বো. ২০২২]
i. সাইনুসাইটিস
ii. ল্যারিনজাইটিস
iii. ব্রঙ্কাইটিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। অ্যালভিওলাস- [য. বো. ২০১৭]
i.ফুসফুসের গঠন ও কার্যের একক
ii. প্রাচীরে কোলাজেন তন্তু থাকে
iii. জীবাণু ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। সারফেকট্যান্ট—[ঢা. বো. ২০১৬]
i.তরলের পৃষ্ঠটান কমিয়ে দেয়
ii. জীবাণু ধ্বংস করে
iii. ২৩ সপ্তাহের মানব ভ্রূণে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
(ক) iii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৬। প্রশ্বাস বা শ্বাসগ্রহণের সময়ে ঘটে— [ কু. বো. ২০২২]
i. ডায়াফ্রাম পেশির সংকোচন
ii. ইন্টারকোস্টাল পেশির সংকোচন
iii. বক্ষগহবরের আয়তন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও ii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৭। অ্যালভিওলাসের বৈশিষ্ট্য হলো— [রা. বো. ২০১৯]
i. সারফেকট্যান্ট ক্ষরণ করে
ii. আঁইশাকার কোষে গঠিত
iii. গ্যাসীয় বিনিময় ঘটায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৮। সাইনুসাইটিস হবার কারণগুলো হলো- [রা. বো, ২০২২]
i. দাঁতের ইনফেকশন
ii. সিস্টিক ফাইব্রোসিস
iii. নাকের হাড় বাঁকা থাকলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৯। মানুষের শ্বসনতন্ত্রের অক্সগগুলো হচ্ছে-
(i) নাসাপথ, নাসা, গলবিল
(ii) স্বরযন্ত্র, ট্রাকিয়া
(iii) ব্রঙ্কাস, ফুসফুস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


১০। মানবদেহের মধ্যচ্ছদার অরীয় পেশি সংকুচিত হলে—
i. বক্ষগহ্বরের ব্যাস বৃদ্ধি পায়
ii. ফুসফুসের বায়ুচাপ হ্রাস পায়
iii. ফুসফুসের বায়ুচাপ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১১। প্রশ্বাস কার্যক্রমে উত্তোলিত হয়—
i. ডায়াফ্রাম
ii. স্টার্নাম
iii. পর্শকার শ্যাফট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১২। ওটিটিস মিডিয়া রোগে কানের ব্যথা ও কটকটানী তীব্র হলে সেবন করা উচিত
i. পেনিসিলিন জাতীয় ঔষধ
ii. ডাইক্লোফেনাল পটাশিয়াম
iii. প্যারাসিটামল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :




১। উপরের চিত্রের অঙ্গটির কাজ কী? (সকল বোর্ড - ২০১৮)
(ক) রোগ প্রতিরোধ
(খ) গ্যাসীয় পদার্থের বিনিময়
(গ) ভারসাম্য রক্ষা
(ঘ) হরমোন নিঃসরণ
সঠিক উত্তর: (খ) গ্যাসীয় পদার্থের বিনিময়

নিচের চিত্রটি লক্ষ্য করে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)


২। 'A' এর আয়নিক সমতা রক্ষার্থে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ করে কোনটি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) Cl–
(খ) H+
(গ) Na+
(ঘ) K+
সঠিক উত্তর: (ক) Cl–


৩। 'B' চিহ্নিত যৌগটি প্রাণিকোষে কোথায় উৎপন্ন হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) গলজি বস্তু
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) রাইবোজোম
(ঘ) লাইগোজোম
সঠকি উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া

নিচের চিত্রটি দেখ এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (চট্টগ্রাম বোর্ড-২০১৭, য. বো. ২০২২,)


৪। উদ্দীপকে 'P' চিহ্নিত অংশটির নাম কি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ট্রাকিয়া
(খ) ব্রঙ্কাস
(গ) ব্রঙ্কিওল
(ঘ) অ্যালভিওলার নালি
সঠিক উত্তর: (গ) ব্রঙ্কিওল


৫। উদ্দীপকের Q চিহ্নিত অংশে– (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
i. স্কোয়ামাশ এপিথেলিয়াম থাকে
ii. সারফেকট্যান্ট নিঃসৃত হয়
iii. গ্যাসীয় বিনিময় ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৭)
সুজন নিয়মিত ধূমপান করে। কিন্তু কয়েকদিন ধরে সে প্রায়ই অসুস্থ থাকছে। ডাক্তারের নিকট গেলে ডাক্তার তার দেহের বিভিন্ন ধরনের সমস্যার কথা জানালেন। তিনি আরও বললেন দুজন এখনই ধূমপান ত্যাগ না করলে ভবিষ্যতে তাকে মারাত্মক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে।

৬। উদ্দীপকের উপাদানে ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত পদার্থ থাকে তা হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. CO
ii. নিকোটিন
iii. টার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৭। উদ্দীপক অনুযায়ী সুজনের যে সসম্যা হতে পারে তা হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. অ্যালভিওলাই নষ্ট হওয়া
ii. ফুসফুসের অন্তঃপ্রাচীরের সিলিয়া অবশ হওয়া
iii. এক্সরে ফিল্ম সাদাটে হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও :


৮। A চিহ্নিত অংশে নিচের কোনটি ঘটে? [ঢা. বো. ২০১৯]
(ক) স্থিতিশক্তিকে তাপশক্তিতে রূপান্তর
(খ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন
(গ) জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন
(ঘ) শক্তির সুষম বন্টন
সঠিক উত্তর: (খ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ২০১৯]
ফুসফুসের কার্যিক একক হলো অ্যালভিওলাস, যা অত্যন্ত পাতলা এবং চ্যাপ্টা আঁইশাকার কোষ দ্বারা গঠিত। এই কোষের ফাঁকে ফাঁকে বিশেষ এক ধরনের কোষ থাকে। এই কোষ থেকে ক্ষরিত বিশেষ একটি পদার্থ মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্বের অন্যতম ধারক হিসেবে বিবেচ্য।

৯। উদ্দীপকের বিশেষ পদার্থটি হলো—
(ক) সারফেকট্যান্ট
(গ) ইন্টারফেরন
(খ) সেরুমেন
(ঘ) পাইরোজেন
সঠিক উত্তর: (ক) সারফেকট্যান্ট


১০। উদ্দীপকে উল্লিখিত বিশেষ পদার্থটির কাজ হলো—
i. অ্যালভিওলাসের প্রাচীরের পৃষ্ঠটান কমানো
ii. গ্যাস বিনিময়ে সাহায্য করা
iii. রোগজীবাণু ধ্বংস করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : [রা. বো. ২০১৭]
বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, “এটি অণুজীবঘটিত রোগ তবে সংক্রামক নয়।”

১১। বর্ণার রোগটির নাম কী?
(ক) সাইনুসাইটিস
(খ) ওটিটিস মিডিয়া
(গ) হার্ট অ্যাটাক
(ঘ) থ্যালাসেমিয়া
সঠিক উত্তর: (খ) ওটিটিস মিডিয়া


১২। বর্ণার রোগটি প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে?
i. ভ্যাকসিন নেয়া
ii. বায়ুদূষণ থেকে দূরে থাকা
iii. অ্যান্টিবায়োটিক ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ করো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : [ কু. বো. ২০১৬]


১৩। উদ্দীপকের ‘A' চিহ্নিত স্থানে বিদ্যমান তরলের নাম কী?
(ক) প্লাজমা ফ্লুইড
(খ) পেরিকার্ডিয়াল ফ্লুইড
(গ) সেরিব্রোস্পাইনাল ফ্লুইড
(ঘ) সেরাস ফ্লুইড
সঠিক উত্তর: (ঘ) সেরাস ফ্লুইড


১৪। উদ্দীপকের ‘B' চিহ্নিত অংশ—
i. আংটির মতো তরুণাস্থি দ্বারা গঠিত
ii. বায়ুহীন অবস্থায় চুপসে যায় না
iii. সিলিয়াযুক্ত অন্তঃপ্রাচীর বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও ii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
প্রমা তার বইতে মানুষের স্বরযন্ত্রের শেষভাগে তরুণাস্থি নির্মিত ১৬-২০ টি অর্ধবলয় পরিবেষ্টিত একটি নালি দেখতে পেল ।

১৫। নালিটিতে খাদ্যবস্তু প্রবেশে বাধা দেয় কোনটি?
(ক) ভেস্টিবিউল
(খ) ব্রঙ্কাস
(গ) সেরাম
(ঘ) এপিগ্লটিস
সঠিক উত্তর: (ঘ) এপিগ্লটিস


১৬। উক্ত নালির—
i. দ্বারা বায়ু দেহের ভেতরে প্রবেশ করে
ii. শেষ প্রান্ত চারটি ভাগে বিভক্ত হয়
iii. সিলিয়াযুক্ত লোম ফুসফুসে জীবাণু প্রবেশে বাধা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


১৭। উপরের চিত্রটি কোন রোগের সাথে সংশ্লিষ্ট?
(ক) নিউমোনিয়া
(খ) হাঁপানি
(গ) সাইনুসাইটিস
(ঘ) প্লুরিসি
সঠিক উত্তর:


১৮। কোন জীবাণুর সংক্রমণে উপরোক্ত রোগটি হয়ে থাকে?
(ক) ভাইরাস
(খ) ব্যাক্টেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) কেনোটিই নয়
সঠিক উত্তর: