১। লালা রসে থাকে –
i. এনজাইম
ii. পানি
iii. হরমোন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
উজ্জল ও সবুজ তাদের বাড়ির সামনে একটি ফলের বাগান করল। কিন্তু ফুল আসার সময় থেকে গাছের পাতা, ফুল ও ফল ঝরে পড়ছে।
১। তাদের লাগানো গাছের পাতা, ফুল ও ফল ঝরে যাওয়ার কারণ কোনটি?
(ক) ফসফরাসের অভাব
(খ) পটাশিয়ামের অভাব
(গ) আয়রনের অভাব
(ঘ) বোরনের অভাব
সঠিক উত্তর: (ক)
২। তারা কীভাবে এ সমস্যা এড়াতে পারত?
(ক) চারার পরিচর্যার মাধ্যমে
(খ) গাছের গোড়ায় সেচ দিয়ে
(গ) টিএসপি সার প্রয়োগ করে
(ঘ) এমপি সার প্রয়োগ করে
সঠিক উত্তর: (গ)