মাধ্যমিক জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (SSC Biology CQ)


অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া


(ক) জ্ঞানমূলক প্রশ্ন :


১। বোম্যান্স ক্যাপসুল কী? [CB '2024]
২। রেচন কী? [MSB '2024, JB '2022]
৩। আল্ট্রাফিলট্রেট কাকে বলে? [DB '2022]
৪। ডায়ালাইসিস কী? [SB '2022, MSB 2022]
৫। নেফ্রন কী? [RB '2022, ChB '2022]
৬। রেনাল ক্যাপসুল কী? [DiB '2022, BB '2022]
৭। রেনাল পেলভিস কাকে বলে? [CB '2022]
৮। হাইলাম কী? [CB '2020]
৯। ইউরোক্রোম কী? [JB '2020]
১০। মেডুলা কাকে বলে? [BB '2020, ChB '2019]
১১। পেলভিস কী? [AB '2018, JB '2017]
১২। অসমোরেগুলেশন কী?
১৩। কিডনির একক কী?
১৪। রেচনতন্ত্র কী?
১৫। ক্যাপসুল কী?
১৬। রেনাল টিউব্যুল কতটি অংশে বিভক্ত ও কী কী?
১৭। মানবদেহের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?
১৮। মানবদেহের কোন অংশে কিডনি অবস্থান করে।
১৯। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী?
২০। বৃক্কে প্রবেশকারী ধমনীর নাম কী?
২১। কী ধরণের খাবার গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
২২। মূত্রের রং হলুদ কেন?
২৩। হাইলাস কী?
২৪। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কি পরিমাণ মূত্র ত্যাগ করে?


(খ) অনুধাবনমূলক প্রশ্ন :


১। মানবদেহে পানি সাম্যতার গুরুত্ব ব্যাখ্যা করো। [CB '2024]
২। অসমোরেগুলেশন বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।[MSB '2024, RB '2022, ChB '2022, JB '2020]
৩। মূত্র কীভাবে তৈরি হয়? [SB '2022, MSB 2022]
৪। মূত্র অম্লীয় বা ক্ষারীয় হয় কেন? [DiB '2022]
৫। ডায়ালাইসিস মেশিনে একটি বিশেষ ধরনের তরল ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। [CB '2022]
৬। বৃক্ককে মানবদেহের ছাঁকনি বলা হয় কেন? [JB '2022]
৭। দেহে কীভাবে পানির ভারসাম্য রক্ষিত হয়? ব্যাখ্যা করো। [DiB `2020]
৮। বৃক্কে পাথর বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। [CB '2020]
৯। বৃক্কে পাথর হওয়ার কারণ ব্যাখ্যা করো । [BB '2020]
১০। তোমার দেহে বৃক্ক কীভাবে কাজ করে? ব্যাখ্যা করো। [ChB '2019]
১১। দেহে পানির পরিমাণ নিয়ন্ত্রণে মূত্র তৈরিকারী অঙ্গের ভূমিকা ব্যাখ্যা কর। [AB '2018]
১২। ডায়ালাইসিস কেন করা হয়? [ChB '2016]
১৩। গ্লোমেরুলাস বলতে কী বুঝ?
১৪। কিডনি বিকলের কারণ কী?
১৫। কি কি কারণে মূত্রনালির রোগ হতে পারে?
১৬। মূত্রনালি সুস্থ রাখার উপায় কী?
১৭। কিডনির/ বৃক্কের কাজ কী?
১৮। মূত্রের রং হালকা হলুদ বর্ণের হয় কেন?
১০। রেচন পদার্থ বলতে কী বোঝায়?
১১। হেনলির লুপ বলতে কী বুঝ?
১২। বৃক্ককে ছাঁকনযন্ত্র বলা হয় কেন?
১৩। মালপিজিয়ান অঙ্গ বলতে কী বোঝায়?
১৪। মূত্রের উপাদানগুলো ব্যাখ্যা করো।
১৫। ডায়ালাইসিস বলতে কী বোঝ?
১৬। মানুষ কিডনি ছাড়া কেন বাঁচতে পারে না?
১৭। রেনাল করপাসল বলতে কী বুঝ?
১৮। মূত্রনালি সুস্থ রাখার উপায়গুলো লেখ।
১৯। রেচন পদার্থ কী? বুঝিয়ে লেখ।
২০। ডায়ালাইসিস ফ্লুইড বলতে কী বোঝায়?
২১। রেচন পদার্থ বলতে কী বোঝায়?
২২। কিডনি সংযোজন বলতে কী বোঝায়?


(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :


১। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : [CB '2024]


(গ) চিত্র 'W' অঙ্গটি কীভাবে মূত্র তৈরি করে?
(ঘ) চিত্র 'W' বিকল হলে মানবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে? বিশ্লেষণ করো।


২। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : [DB '2024]


(গ) উদ্দীপকের 'B' অংশটির সার্বিক বর্ণনা দাও।
(ঘ) উল্লিখিত 'A' ঠিকমতো কাজ না করলে সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ করো।


৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [MSB '2024]


(গ) উদ্দীপকের 'X' অঙ্গটির চিহ্নিত চিত্র অংকন করো।
(ঘ) উদ্দীপকের উল্লিখিত তন্ত্রটি মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- মূল্যায়ন করো।


৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [SB '2024]


(গ) চিত্র-B এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
(ঘ) উদ্দীপকের A ও B এর কাজ মূলত একই ধরনের- বিশ্লেষণ করো।


৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [BB '2024]


(গ) উদ্দীপকের চিত্র-Y এর গঠন বর্ণনা করো।
(ঘ) মানবদেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে চিত্র-X এর P এবং Q অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- উক্তিটি বিশ্লেষণ করো।


৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [DB '2022]
খাদ্য তৈরি ও সংরক্ষণে ভেজাল মেশানো বাংলাদেশের এক ভয়াবহ সমস্যা। অভিনব কায়দায় অসাধু ব্যক্তিরা খাদ্য তৈরি ও সংরক্ষণে ব্যবহার করছে ফরমালিন, বাণিজ্যিক রং, কীটনাশক ইত্যাদি। এসব ভেজাল খাবার গ্রহণের ফলে প্রতিবছর ডায়াবেটিস ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
(গ) উদ্দীপকে শেষের অঙ্গাণুটির এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
(ঘ) “খাদ্যে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ ও রঞ্জকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ”— মূল্যায়ন করো।


৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [SB '2022, MSB 2022]
মানবদেহে এমন একটি অঙ্গ রয়েছে, যার মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায়।
(গ) উদ্দীপকের উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকের অঙ্গটি বিকল হলে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? যুক্তিসহ বিশ্লেষণ করো।


৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [RB '2022]
মাহিনের দীর্ঘদিন ধরে পরিমাণ মতো প্রসাব হচ্ছে না। তার শরীর আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এ অবস্থায় ডাক্তার তাকে পরীক্ষা- নিরীক্ষা করে জানালেন তার একটি বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। ডাক্তার তাকে রক্ত পরিশোধনের পরামর্শ দিলেন। অপরদিকে, তার প্রতিবেশী শাহীন একই রোগে আক্রান্ত হলেও তিনি রক্ত পরিশোধন না করে নিকট আত্মীয়ের অঙ্গ দানের মাধ্যমে সুস্থ জীবনযাপন করছেন।
(গ) মাহিনের ক্ষতিগ্রস্ত অঙ্গের গাঠনিক এককের চিহ্নিত চিত্র আঁক।
(ঘ) সুস্থ জীবনযাপনের জন্য মাহিনের কোন ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।


৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [DiB '2022]
রহমত সাহেব একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। হঠাৎ তার শরীর ফুলে যাওয়ায় তার রক্ত মিশ্রিত ঘন ঘন প্রস্রাব হচ্ছে। প্রস্রাবে বেশ জ্বালাপোড়াও আছে। তিনি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে বলেন তার মূত্র তৈরির অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
(গ) রহমত সাহেবের ক্ষতিগ্রস্ত অঙ্গটির চিহ্নিত চিত্র আঁক।
(ঘ) রহমত সাহেবের ক্ষতিগ্রস্ত অঙ্গটি অকেজো হলে কী পদক্ষেপ গ্রহণ করলে তিনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন? তোমার মতামত দাও।
১০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [CB '2022]
একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় ১৫০০ মিলিমিটার মূত্র ত্যাগ করে। মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণে একটি অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের কার্যকরী এককের বর্ণনা দাও।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত পদার্থ সঠিকভাবে অপসারিত না হলে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।


১১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ChB '2022]
শর্মিলা দীর্ঘদিন ধরে বাতের ব্যথার ওষুধ সেবন করে আসছেন। ইদানিং তার প্রস্রাব কম হওয়ার কারণে চিকিৎসকের শরণাপন্ন হলেন এবং জানতে পারেন তার রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি ও একটি বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।
(গ) উদ্দীপকে আলোচিত অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো।
(ঘ) শর্মিলার বর্তমান শারীরিক অবস্থার উন্নতির জন্য করণীয় দিক বিশ্লেষণ করো।


১২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [JB '2022]


(গ) উদ্দীপকের অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের অঙ্গটি বিকল হলে করণীয় কী? বিশ্লেষণ করো।


১৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [BB '2022]
তাসমিয়া কিছু দিন যাবৎ মূত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পিছনে ব্যথা অনুভব করছে। যার কারণে সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, তার প্রধান রেচন অঙ্গটি বিকল হয়ে গেছে।
(গ) তাসমিয়ার দেহে বিকল হওয়া অঙ্গটির কার্যিক এককের গঠন বর্ণনা করো।
(ঘ) তাসমিয়াকে সুস্থ রাখতে রক্ত পরিশোধন মেশিনের ভূমিকা বিশ্লেষণ করো।


১৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ChB '2021]


(গ) চিত্র-A এর তন্ত্রটি মানবদেহের ক্ষতিকারক পদার্থ নিষ্কাশনে সাহায্য করে— ব্যাখ্যা করো।
(ঘ) চিত্র-B মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ—বিশ্লেষণ করো।


১৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [DB '2020]


(গ) উদ্দীপকে 'X' এর কার্যকরী এককের চিত্রসহ বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকের 'X' ও 'y' অঙ্গ দুটি দেহে বর্জ্য নিষ্কাশনে কার্যকরী ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো।


১৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [RB '2020]

প্রক্রিয়া-১: এই প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে বের করে দেয়।
প্রক্রিয়া-২: এই প্রক্রিয়ায় প্রাণী তার একটি বিশেষ অঙ্গের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। রেচন অঙ্গটি লালচে রঙের এবং আকৃতিতে শিমবিচির মতো।
(গ) 'প্রক্রিয়া-২ এর অঙ্গটি কীভাবে রক্ত পরিশোধন করে ব্যাখ্যা করো ।
(ঘ) উদ্দীপকের উভয় প্রক্রিয়ার মধ্যে কী ধরনের মিল খুঁজে পাওয়া যায়— তোমার মতামত বিশ্লেষণ করো।


১৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [DiB `2020]


(গ) 'A' অঙ্গের কার্যকরী এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
(ঘ) উদ্দীপকের চিত্র: P এর 'A' অংশ বিকল বা অকেজো হলে এর প্রতিকার ব্যবস্থা সম্পর্কে তোমার মতামত দাও।


১৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [CB '2020]
দেহের পানি নিয়ন্ত্রণে বৃদ্ধ প্রধান ভূমিকা পালন করে। কিন্তু বৃক্কীয় জটিলতায় এ নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়, যা দেহে নানা জটিলতা সৃষ্টি করে।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গাঠনিক এককের বর্ণনা দাও।
(ঘ) উল্লিখিত অঙ্গটি বিকল হলে করণীয় কী? আলোচনা করো।


১৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ChB '2020]


(গ) উদ্দীপকের 'X' অংশটির কার্যকরি এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
(ঘ) উদ্দীপকের 'X' চিহ্নিত অংশটি অকার্যকর হলে প্রতিকারের উপায়গুলো কী হতে পারে? বিশ্লেষণ করো।


২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [JB '2020]


(গ) উদ্দীপকের 'X' অংশটির চিত্রসহ গঠন ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের চিত্র-Y. বিকল হলে কীভাবে দেহ থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করা সম্ভব? যুক্তিসহ তোমার মতামত দাও।


২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [BB '2020]
৮০ বয়সোর্ধ্ব আকমল সাহেব বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। দেহে পানি জমার কারণে চোখ-মুখসহ সারা শরীর ফুলে গেছে"। এমতাবস্থায় ডাক্তারের পরামর্শক্রমে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার পর জানা গেল তার একটি বিশেষ অঙ্গ তেমন কাজ করছে না।
(গ) উল্লিখিত অঙ্গটির কার্যকরী এককের চিহ্নিত চিত্র আঁক।
(ঘ) আকমল সাহেবের কী চিকিৎসা হতে পারে? যৌক্তিক মতামত দাও।


২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [RB '2019]
তপন হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এরপর ওর মূত্র ত্যাগে সমস্যা দেখা দেয়। রক্ত পরীক্ষার পর তার রক্তের একটি রেচন বর্জ্য অধিক পরিমাণে পাওয়া যায় অকেজো হয়েছে। কারণ ওর একটি বিশেষ অঙ্গ অকেজো হয়েছে।
(গ) তপনের বিশেষ অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
(ঘ) তপনের রক্ত হতে বর্জ্য পদার্থটি দ্রুত অপসারণ করতে কোন পদ্ধতিটি যথাযথ? মূল্যায়ন করো ।


২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ChB '2019]
সফিক সাহেব কিছুদিন যাবত কোমরে ব্যথা অনুভব করছেন। ইদানিং তার মূত্রত্যাগের সময় সমস্যা হচ্ছে এবং তার প্রস্রাবের সাথে রক্ত যাওয়ায় তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে বললেন। পরীক্ষায় দেখা যায় তার রক্তে ক্রিয়েটিনিন ও প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেশি। রিপোর্ট দেখে ডাক্তার তাকে দুটি চিকিৎসা পদ্ধতির কথা বললেন ও যে কোনো একটি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিলেন।
(গ) সফিক সাহেবের আক্রান্ত অঙ্গের কার্যকরী এককের চিহ্নিত চিত্র আঁক।
(ঘ) সফিক সাহেবের সুস্থ জীবন-যাপনে ডাক্তারের পরামর্শ মোতাবেক কোন পদ্ধতিটি অধিক কার্যকরী? মতামত দাও।


২৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [AB '2018]
আব্দুল্লাহ সাহেব একটি বেসরকারি ব্যাংকে চাকুরী করেন। তিনি প্রায়ই দুপুরে আগের দিন রান্না করা মাংশ ও ডিম দিয়ে খান। কিছুদিন পর দেখা গেল তাঁর কাঁপুনি দিয়ে জ্বর আসে, কোমরের পিছনে ব্যথা অনুভব করেন। ডাক্তার সাহেবের শরণাপন্ন হলে তিনি তাঁকে বললেন, আপনার এক বিশেষ অঙ্গে সমস্যা দেখা দিয়েছে, এজন্য তিনি তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও উপদেশ দিলেন।
(গ) আব্দুল্লাহ সাহেবের সমস্যাজনিত অঙ্গটির গঠন এককের বর্ণনা দাও।
(ঘ) ডাক্তার সাহেবের ব্যবস্থাপত্রই কী আব্দুল্লাহ সাহেবের অন্যান্য রোগমুক্তির একমাত্র উপায়— মতামত দাও।


২৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [DB '2017]


(গ) উদ্দীপকের 'A' অংশটি কোন টিস্যু চিত্রসহ ব্যাখ্যা করো।
(ঘ) 'Q' চিহ্নিত অংশটি অকার্যকর হলে কোন পদ্ধতিতে টেকসইভাবে কার্যকর করা যাবে বলে তুমি মনে করো?


২৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [RB '2017]


(গ) উদ্দীপকের 'A' চিহ্নিত অঙ্গের কার্যকরী এককের গঠন বর্ণনা করো।
(ঘ) চিত্র 'X' দেহ থেকে বর্জ্য পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।


২৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [DiB '2017]
মাহিনের শরীর ফুলে যাওয়াতে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে যায় । ডাক্তার পরীক্ষা- নিরীক্ষার পর বললেন তার শরীরের নিষ্কাশন প্রক্রিয়াটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যা বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব।
(গ) মাহিনের শরীরের নিষ্কাশনকারী অঙ্গটির গঠন ব্যাখ্যা করো ।
(ঘ) উদ্দীপকের সমস্যাটি পরিত্রাণে যে ব্যবস্থাটির কথা উল্লেখ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।


২৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [CB '2017]
মানবদেহে একজোড়া অঙ্গ আছে যা পানি ও রক্ত পরিস্রুত করে বর্জ্য পদার্থ নিঃসরণ করে।
(গ) উদ্দীপকের অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করো ।
(ঘ) উদ্দীপকের অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো।


৩০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ChB '2017]


(গ) উদ্দীপকের R অঙ্গটির কার্যিক এককের গঠন ব্যাখ্যা করো।
(ঘ) “রক্ত পরিশোধনে উদ্দীপকের উভয় অঙ্গ ভূমিকা রাখলেও অঙ্গ দু'টি ভিন্ন তন্ত্রের অন্তর্ভুক্ত।”- বিশ্লেষণ করো।


৩১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [JB '2017]


(গ) ‘A’ চিহ্নিত অংশের কার্যকরী এককের গঠন চিত্র বর্ণনা করো ।
(ঘ) চিত্র ‘X’ দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে— বিশ্লেষণ করো।


৩২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [BB '2017]


(গ) মানব জীবনে চিত্র : Q এর কার্যকারিতা ব্যাখ্যা করো।
(ঘ) উদ্ভিদের ক্ষেত্রে চিত্র : P এর ভিন্নতা বিশ্লেষণ করো।


৩৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [CB '2016]
মি. রফিউল হক কিছুদিন যাবত কোমরে ব্যথা ও কাঁধুনী দিয়ে জ্বর অনুভব করছেন। ইদানিং তাঁর প্রস্রাবের সাথে রক্ত যাওয়ায় তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তাকে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে বলেন। পরীক্ষায় দেখা যায়, রক্তে ক্রিয়েটিনিন ও প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেশি।
(গ) মি. রফিউল হক এর আক্রান্ত অঙ্গের কার্যকরী এককের চিহ্নিত অঙ্কন করো।
(ঘ) মি. রফিউল হকের মতো অবস্থা এড়ানোর জন্য করণীয় বিষয়গুলো কী হতে পারে? মতামত দাও ।


৩৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ChB '2016]


(গ) চিত্র-P এ পাথর হওয়ার কারণ ব্যাখ্যা করো ।
(ঘ) চিত্র-P মানুষের সুস্থ জীবনধারা বজায় রাখে— উক্তিটি বিশ্লেষণ করো ।


৩৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [BB '2016]


(গ) উদ্দীপকের S-এর গঠন কিরূপ ব্যাখ্যা করো ।
(ঘ) 'A' কীভাবে 'B' এর মাধ্যমে বিশুদ্ধ তরল যোজক কলা দেহ সমন্বয় করে— যুক্তিসহ বিশ্লেষণ করো ।


৩৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মানবদেহের অভ্যন্তরে অবস্থিত একটি অঙ্গ, যা দেখতে শিম বীজের মতো এবং রং লালচে পিঙ্গল বর্ণের। মানব দেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অন্যতম অংশ রেচনে এই অঙ্গটি ব্যবহৃত হয়।
(গ) উদ্দীপকে আলোচিত অঙ্গটির গঠন বর্ণনা কর।
(ঘ) মানবদেহের সুরক্ষায় অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ কর।


৩৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মাসুমের দাদি কিডনি জটিলতা ভুগছে। ডাক্তার তাকে ইউটেরোষ্কেপিক করার পরামর্শ দিয়েছেন।
(গ) মাসুমের দাদির অঙ্গটির এককের চিহিত চিত্র অঙ্কন কর।
(ঘ) উক্ত অংগটির মাধ্যমে নিষ্কাশিত বর্জ্য পদার্থ ও এর উপাদানসমূহ আলোচনা কর।


৩৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মানবদেহে দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যার একটি N2 ঘটিত বর্জ্য অপসারণে এবং অন্যটি বিষাক্ত গ্যাস অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(গ) কীভাবে দ্বিতীয় অঙ্গটি গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে ব্যাখ্যা কর। ৩
(ঘ) N2 ঘটিত বর্জ্য অপসারণে ১ম অঙ্গের ভূমিকা বিশ্লেষণ কর। ৪


৩৯। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব X ডাক্তারের কাছে তার রেচন সংক্রান্ত সমস্যার জন্য গেলেন। ডাক্তার পরীক্ষা করার পর বললেন, তাঁর মুত্র উৎপাদনকারী অঙ্গ সঠিকভাবে কাজ করছে না। ডাক্তার তাকে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করলেন।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গাঠনিক এককের বর্ণনা দাও। ৩
(ঘ) জনাব X এর ডাক্তারের পরামর্শ অনুযায়ী কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ব্যাখ্যা কর।৪


৪০। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
কবির সাহেব মাংস ও ডিম প্রতিদিনই খান এবং পানি কম পান করেন। কবির সাহেবের প্রস্রাবের সমস্যা হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হন এবং জানতে পারেন বৃক্কে পাথর জমেছে। ডাক্তার তাকে বললেন এ সমস্যা মারাÍক হলে কিডনি বিকল হতে পারে।
(গ) কবির সাহেবের উদ্ভুত সমস্যার কারণ ও লক্ষণ ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের কিডনি বিকল হলে মূত্র ত্যাগের সমস্যায় কী করণীয় বিশ্লেষণ কর। ৪


৪১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
৫২ বছর বয়সী কৃষক তমিজ উদ্দীনের দুটি বৃক্কই বিকল হয়ে যায়। টিস্যু ম্যাচ করায় তার ছোট ভাই তাকে একটি বৃক্ক দিতে রাজী হয়। ফলে তার দেহে বৃক্ক প্রতিস্থাপন করা হয়। অন্যদিকে শিল্পপতি হাসান সাহেবের বৃক্ক অকেজো হলে তিনি নিয়মিত ডায়ালাইসিস করান।
(গ) উদ্দীপকের বিকল হওয়া অঙ্গটি কীভাবে মানব দেহের স্বাভাবিক সুস্থতা বজায় রাখে? ৩
(ঘ) উদ্দীপকে দুজনের মধ্যে কার প্রতিকার পদ্ধতি অধিক সুবিধাজনক? যুক্তিসহ মতামত দাও। ৪


৪২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে শফিক সাহেবের কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তাকে সুস্থ করতে ডাক্তার তাকে পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।
(গ) উদ্দীপকের অঙ্গটির আণুবীক্ষনিক এককের গঠন বর্ণনা কর। ৩
(ঘ) ডাক্তারের পরামর্শ অনুযায়ী শফিক সাহেবের করনীয় কী কী? মতামত দাও। ৪


৪৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রেচন মানবদেহের অন্যতম জৈবিক প্রক্রিয়া। বিশেষ অঙ্গের মাধ্যমে দেহে উৎপন্ন বর্জ্য পদার্থ বের করে দেওয়ার নামই হলো রেচন। এই অঙ্গটি একটি বিশেষ পদ্ধতিতে রক্ত পরিশোধন করে। অঙ্গটি কোনো কারণে অকেজো হলে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিমভাবে রক্ত পরিশোধন করা যায়।
(গ) উদ্দীপকে বর্ণিত অঙ্গটির গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির কাজ বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে করা সম্ভব বর্ণনা কর। ৪


৪৪। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. আলম সাহেব কিছুদিন থেকে কোমরের পিছনে ব্যথা ও সেই সাথে কাঁপুনি দিয়ে জ্বর অনুভব করছেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার প্র¯্রাবের সাথে রক্ত যাচ্ছে। তাই তিনি ডাক্তারের শরণাপণ্য হন।
(গ) মি. আলম সাহেবের আক্রান্ত অঙ্গের চিত্রসহ গঠন বর্ণনা করো। ৩
(ঘ) মি. আলম সাহেবের উক্ত সমস্যার কারণ এবং এই সমস্যা না হওয়ার করণীয় বিষয়গুলি বিশ্লেষণ করো। ৪


৪৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মানবদেহে বিপাক প্রক্রিয়ায় তৈরি হওয়া নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে একই গঠনের দুইটি বিশেষ অঙ্গ কাজ করে। এর অন্তর্গঠনের সূক্ষ্ম এককে রক্ত হতে বর্জ্য আলাদা হয় এবং রক্ত পরিশোধিত হয়।
(গ) উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটির গঠন বর্ণনা করো। ৩
(ঘ) রক্ত পরিশোধনের বিশেষ অঙ্গটির অন্তর্গঠনের ভূমিকা বিশ্লেষণ করো। ৪


৪৬। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :


(গ) উদ্দীপকে চিহ্নিত অঙ্গের কার্যিক এককের গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উক্ত অঙ্গ বিকল হলে কীভাবে ডায়ালাইসিস করা হয়? ৪


৪৭। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :


(গ) S এর আণুবীক্ষণিক গঠন বর্ণনা কর। ৩
(ঘ) P, Q এবং R নালীপথে কী ধরনের পদার্থ চলাচল করে বিশ্লেষণ কর। ৪


৪৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
আবুল্লাহ সাহেব একটি বেসরকারি ব্যাংকে চাকুরী করেন। তিনি প্রায়ই দুপুরে আগের দিন রান্না করা মাংশ ও ডিম দিয়ে খান। কিছুদিন পর দেখা গেল তার কাঁপুনি দিয়ে জ্বর আসে, কোমরের পিছনে ব্যথা অনুভব করেন। ডাক্তার সাহেবের শরণাপন্ন হলে তিনি তাকে বললেন, আপনার এক বিশেষ অঙ্গে সমস্যা দেখা দিয়েছে, এজন্য তিনি তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও উপদেশ দিলেন।
(গ) আবুল্লাহ সাহেবের সমস্যাজনিত অঙ্গের গঠন এঁকে বর্ণনা দাও। ৩
(ঘ) ডাক্তার সাহেবের ব্যবস্থাপত্রই কী আবুল্লাহ সাহেবের রোগমুক্তির একমাত্র উপায় মতামত দাও। ৪


৪৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মাহিনের শরীর ফুলে যাওয়াতে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর বললেন তার শরীরের নিষ্কাশন প্রক্রিয়াটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যা বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব।
(গ) মাহিনের শরীরের নিষ্কাশনকারী অঙ্গটির গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের সমস্যাটি পরিত্রাণ যে ব্যবস্থাটির কথা উল্লেখ কর হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪


৫০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মি. রফিউল হক কিছুদিন যাবত কোমরে ব্যথা ও কাঁপুনী দিয়ে জ্বর অনুভব করছেন। ইদানিং তার প্রস্রাবের সাথে রক্ত যাওয়ায় তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তাকে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে বলেন। পরীক্ষায় দেখা যায়, রক্তে ক্রিয়েটিনিন ও প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেশি।
(গ) মি. রফিউলের আক্রান্ত অঙ্গের কার্যকরী এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ৩
(ঘ) মি. রফিউল হকের মতো অবস্থা এড়ানোর জন্য করণীয় বিষয়গুলো কী হতে পারে? মতামত দাও। ৪


৫১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মিজান সাহেব একজন ডায়াবেটিস রোগী। একদিন তিনি পেটের নিচের দিকে তীব্র ব্যথা অনুভব করেন। তিনি হাসপাতালে যান। ডাক্তার তার শরীর পরীক্ষার পর রিপোর্ট দেন যে, মিজান সাহেবের দুটি বৃক্কই বিকল। যত তাড়াতাড়ি সম্ভব তার রক্ত পরিশোধিত করতে হবে, তা না হলে তিনি মারা যাবেন।
(গ) মিজান সাহেবের অঙ্গটি বিকল হওয়ার কারণগুলো কী? ৩
(ঘ) মিজান সাহেবের রক্ত পরিশোধনের সুবিধাজনক পদ্ধতি কোনটি – আলোচনা কর। ৪


৫২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
দীর্ঘদিন ডায়াবেটিস এর কারণে মি. রনির কিডনি অকেজো হয়ে গেছে। তাকে সুস্থ রাখতে মেশিনের সাহায্য তার রক্ত পরিশোধন করতে হয়।
(গ) মি. রনিকে সুস্থ রাখার গৃহীত পদ্ধতিটি বর্ণনা কর। ৩
(ঘ) উক্ত প্রক্রিয়া ব্যাহত হলে সুস্থ জীবনযাপন অসম্ভব- বিশ্লেষণ কর। ৪


৫৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সখিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এ আক্রান্ত । বর্তমানে তার দুটো কিডনি অকেজো । ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি কিছু দিন পর পর কৃত্রিমভাবে রক্ত পরিশোধন করান।
(গ) উদ্দীপকে যে চিকিৎসা ব্যবস্থাটির কথা বলা হয়েছে, তার কৌশল চিত্রসহ বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা ব্যবস্থাটি কিডনির কাজের অনুরূপ বিশ্লেষণ কর। ৪


৫৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
অগ্নাশয় থেকে নিঃসৃত একটি হরমোনের অভাবে যে সমস্যাটি দেখা দেয় তার প্রভাবে মূত্র তৈরির প্রধান অঙ্গটি বিকল হওয়ায় বিশেষ একটি যন্ত্রের সাহায্যে রক্ত পরিশোধন করাতে হয় মলিনাকে। ডাক্তার বলেছেন অঙ্গটি প্রতিস্থাপন করা গেলে তিনি দীর্ঘদিন সুস্থ থাকবেন।
(গ) উদ্দীপকের বিশেষ যন্ত্রের সাহায্যে গুরুত্বপূর্ণ উপাদানটি পরিশোধনের প্রক্রিয়া আলোচনা কর। ৩
(ঘ) ডাক্তরের পরামর্শ বাস্তবায়নে আমাদের করণীয় কী হতে পারে? ৪


৫৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
পিয়ার দাদু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তাকে প্রতি মাসে দুই থেকে তিনবার হাসপাতালে গিয়ে রক্ত পরিশোধন করে আসতে হয়। পিয়া তার বাবার কাছে জানতে পারে তার দাদুর শরীরের একটি বিশেষ অঙ্গ সচল না থাকার কারণে তার শরীরের দূষিত পদার্থগুলো একটি বিশেষ প্রক্রিয়ায় বের করা হয়।
(গ) পিয়ার দাদুর যে অঙ্গটির কথা উদ্দীপকে বলা হয়েছে তার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ৩
(ঘ) উদ্দীপকে যে বিশেষ প্রক্রিয়ার কথা বলা হয়েছে তার মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তিকে সাময়িক সুস্থ রাখা সম্ভব- উক্তিটির যথার্থতা যাচাই কর। ৪


৫৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
কিডনী আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রত্যেক মানুষের শরীরে দুটি করে কিডনী থাকে। এর আকার খুব বড় না কিন্তু এর কাজ ব্যাপক।
(গ) উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর। ৩
(ঘ) উদ্দীপকের উল্লেখিত অঙ্গের কার্যাবলী সম্পাদনে নেফ্রনের ভূমিকা বর্ণনা কর। ৪


৫৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
টিনার দাদী দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে তার বৃক্ক সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তাকে সুস্থ রাখতে মেশিনের সাহায্যে তার রক্ত পরিশোধন করতে হয়।
(গ) টিনার দাদীকে সুস্থ রাখার গৃহিত পদ্ধতিটি ব্যাখ্যা কর। ৩
(ঘ) উক্ত প্রক্রিয়া ব্যহত হলে সুস্থ্য জীবন-যাপন অসম্ভব – বিশ্লেষণ কর। ৪


৫৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।


(গ) ‘A’ চিহ্নিত অংশটির এককের গঠন বর্ণনা কর। ৩
(ঘ) অসমোরেগুলেশনে ‘A’ চিহ্নিত অংশটি ভূমিকা বর্ণনা কর। ৪