মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড প্রশ্ন (SSC Biology Board Question)

[২০২২ সালের সিলেবাস অনুযায়ী]

সময়-১ ঘণ্টা ৪০ মিনিট

বিষয় কোড: ১৩৮

পূর্ণমান: ৩০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও।]



১। করোনাকালীন সময়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল শিক্ষাজীবন শেষে মাশরুম ও স্ট্রবেরীর চাষ শুরু করে। পরবর্তীতে সে তার বাড়ির পাশের পুকুরে রুই মাছের চাষও করতে থাকে। সে এখন সফল উদ্যোক্তা।
(ক) জীবাশ্ম বিজ্ঞান কী? ১
(খ) প্রজাতির টিকে থাকায় বিবর্তণ কেন গুরুত্বপূর্ণ? ২
(গ) উদ্দীপকে শেষের জীবটির নামকরণের পদ্ধতি ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে জীবগুলোর রাজ্যতাত্ত্বিক তুলনা বিশ্লেষণ কর। ৪

২।

(ক) উড ফাইবার কাকে বলে? ১
(খ) ট্রাকিড, ভেসেল থেকে ভিন্ন কেন? ব্যাখ্যা কর। ২
(গ) চিত্র ‘Y’ তে অবস্থিত পেশীর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে ‘X’ ও ‘Z এর মধ্যকার কার্যগত ভিন্নতা বিশ্লেষণ কর। ৪

৩।

(ক) কিউটিকল কাকে বলে? ১
(খ) নিষ্ক্রিয়শোষণ থেকে সক্রিয়শোষণ আলাদা কেন? ২
(গ) চিত্র ‘F’-এ উৎপন্ন শক্তির প্রবাহচিত্র লেখ। ৩
(ঘ) জীবজগতে চিত্র ‘E’ ও ‘F’ এর প্রক্রিয়া দুটি একে অপরের পরিপূরক মূল্যায়ন কর। ৪

৪।

(ক) দন্তমজ্জা কাকে বলে? ১
(খ) সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি কেন? ২
(গ) চিত্র ‘X এর চিহ্নিত চিত্র অংকন কর। ৩
(ঘ) উদ্দীপকের ‘S’ ও ‘T’ অংশে খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা মূল্যায়ন কর। ৪

৫।

(ক) পরিবৃত্তি কাকে বলে? ১
(খ) মেয়েরা সাধারণত সেক্স-লিংকড় রোগে আক্রান্ত হয় না কেন? ২
(গ) চিত্র ‘L দ্বারা সৃষ্ট অঙ্গটির চিহ্নিত চিত্র অংকন কর। ৩
(ঘ) উদ্দীপকে চিত্র ‘M’ এর উপর চিত্র ‘N’ এর প্রভাব বিশ্লেষণ কর। ৪

৬। খাদ্য তৈরি ও সংরক্ষণে ভেজাল মেশানো বাংলাদেশের এক ভয়াবহ সমস্যা। অভিনব কায়দায় অসাধু ব্যক্তিরা খাদ্য তৈরি ও সংরক্ষণে ব্যবহার করছে ফরমালিন, বাণিজ্যিক রং, কীটনাশক ইত্যাদি। এসব ভেজাল খাবার গ্রহণের ফলে প্রতিবছর ডায়াবেটিস, ক্যানসার ও কিডনী রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
(ক) আল্টা-ফিলট্রেট কাকে বলে? ১
(খ) হার্ট এ্যাটাক কেন হয়? ২
(গ) উদ্দীপকে শেষের অঙ্গাণুটির এককের চিহ্নিত চিত্র অংকন কর। ৩
(ঘ) “খাদ্যে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ ও রঞ্জকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ”—মূল্যায়ন কর। ৪

৭।

(ক) ক্লিভেজ কী? ১
(খ) বহিঃনিষেক থেকে অন্তঃনিষেক পৃথক হয় কেন?২
(গ) উদ্দীপকে ‘O’ চিহ্নিত অংশে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে ‘M’ ও ‘N’ প্রক্রিয়া দুটির ফলাফল তুলনা কর। ৪

৮ |

(ক) প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? ১
(খ) থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ—কেন? ২
(গ) চিত্র ‘P এর প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা কর। ৩
(ঘ) সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র ‘P’ ও চিত্র ‘Q’ এর ভূমিকা বিশ্লেষণ কর।৪