মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড প্রশ্ন (SSC Biology Board Question)

ঢাকা বোর্ড - ২০২০

সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট

বিষয় কোড: ১৩৮

পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]



১।

ক. বায়োইনফরমেটিক্স কী? ১
খ. হৃদপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি— ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের ‘Y’ উপাদানের সমন্বয়ে গঠিত অঙ্গাণুটির গঠন চিত্রসহ ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকের ‘Y’ এ উৎপাদিত বস্তু থেকে ‘X’ এ কীভাবে ATP উৎপন্ন হয়? বিশ্লেষণ কর । 8

২।

ক. ক্লোরোসিস কী? ১
খ. বোরন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকের ‘X' অংশে কীভাবে খাদ্য পরিপাক হয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের 'Y' ও 'Z' অংশ খাদ্য পরিপাক সম্পন্নকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে— মূল্যায়ন কর। 8

৩। একটি বনভূমির বাস্তুতন্ত্রে রয়েছে সবুজ ঘাস, খরগোস, ময়ুর, ঘাসফড়িং, ব্যাঙ, ইঁদুর, সাপ, হরিণ ও বাঘ। অন্যদিকে একটি ধানক্ষেতের বাস্তুতন্ত্রে রয়েছে ধানগাছ, ঘাসফড়িং, সাপ, ব্যাঙ, ইঁদুর, পেঁচা ও ঈগল ।
ক. প্রজাতিগত বৈচিত্র্যতা কী? ১
খ. ভ্রূণের রেচনে অমরার ভূমিকা কী? ২
গ. উদ্দীপকের প্রথম বাস্তুতন্ত্রে বিদ্যমান জীবগুলোর সমন্বয়ে সৃষ্ট একটি খাদ্যজালের বর্ণনা দাও । ৩
ঘ. উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটিতে ঘাসফড়িং, ব্যাঙ ও ইঁদুর অনুপস্থিত থাকলে বাস্তুতন্ত্রে কী পরিবর্তন হবে? বিশ্লেষণ কর। 8

৪।

ক. ফাইটো হরমোন কাকে বলে? ১
খ. মশার কামড়ে আমরা কীভাবে সাড়া দেই? ২
গ. উদ্দীপকে ‘X' এর কার্যকরী এককের চিত্রসহ বর্ণনা কর । ৩
ঘ. উদ্দীপকে ‘x' ও 'Y' অঙ্গ দুটি দেহে বর্জ্য নিষ্কাশনে কার্যকরী ভূমিকা পালন করে— বিশ্লেষণ কর । 8

৫। শাকিল ও লিমন দুই বন্ধু। উভয়ই রক্তস্বল্পতাজনিত সমস্যায় ভুগছে। ডাক্তার বললেন “শাকিল ও লিমনের রোগ দুটি ভিন্ন, লিমনের রোগটির জন্য বাবা ও মা দায়ী।”
ক. GMO কী? ১
খ. বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষে বেশি দেখা যায় কেন? ২
গ. শাকিলের রক্তস্বল্পতার কারণগুলো কী কী হতে পারে? ব্যাখ্যা কর । ৩
ঘ. লিমনের ক্ষেত্রে ডাক্তারের উক্তির যথার্থতা মূল্যায়ন কর। 8

৬।

ক. প্রোটোপ্লাজম কাকে বলে? ১
খ. রক্তকে মানবদেহের পরিবহন কলা বলা হয় কেন? ২
গ. চিত্র-A এর অঙ্গাণুটি 'B' প্রক্রিয়ায় কী ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর । ৩
ঘ. চিত্র-B প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিত হলে কী কী সমস্যার সৃষ্টি হবে? তোমার মতামত দাও । 8

৭। রায়হান হালকা পরিশ্রমী। সে সপ্তাহে ২-৩ দিন খেলাধুলা করে । তার উচ্চতা ১৫৫ সে.মি., ওজন ৮৫ কেজি এবং বয়স ১৬ বছর।
ক. অ্যানজিনা কী? ১
খ. মানবদেহে কোলেস্টেরলের ভূমিকা কী? ২
গ. রায়হানের দৈনিক ক্যালরি চাহিদা বের কর। ৩
ঘ. রায়হানের BMI নির্ণয় কর এবং সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ BMI গড় মানের ক্ষেত্রে তার ওজন কত কমানো উচিত তোমার মতামত দাও । ৪

৮।

ক. ইমবাইবিশন কী? ১
খ. রাতের বেলা গাছের নিচে ঘুমানো বিপদজনক কেন? ২
গ. উদ্দীপকের চিত্র-A তে 'P' সৃষ্টির প্রত্রিয়া ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘B’ চিত্রে M ও N এর বিকাশ চিত্র-‘A' এর উপর নির্ভরশীল— মূল্যায়ন কর। 8