এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

ঢাকা বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। IVF পদ্ধতির শুরুতে স্ত্রীর পরিণত ডিম্বাণু কোন পদ্ধতিতে বের করে আনা হয়?
(ক) আল্ট্রাসনিক লিথট্রিপসি
(খ) সার্জারি
(গ) ল্যাপারোস্কোপিক
(ঘ) ইনজেকশন
সঠিক উত্তর: (গ) ল্যাপারোস্কোপিক


২। কোন কোষের কারণে Hydra কে অমর প্রাণী বলা হয়?
(ক) নিডোসাইট
(খ) পেশি আবরণী
(গ) জনন কোষ
(ঘ) ইন্টারস্টিশিয়াল
সঠিক উত্তর: (ঘ) ইন্টারস্টিশিয়াল


৩। দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?
(ক) হায়ালিন
(খ) শ্বেত তন্তুময়
(গ) স্থিতিস্থাপক
(ঘ) চুনময়
সঠিক উত্তর: (খ) শ্বেত তন্তুময়


৪। ঘাস ফড়িং এর মাথায় স্ক্লেরাইট কোনটি?
(ক) ভার্টেক্স
(খ) স্টারনাম
(গ) টারগাম
(ঘ) ল্যাবিয়াম
সঠিক উত্তর: (ক) ভার্টেক্স


৫। কোন গ্রুপের রক্তে a ও b উভয় অ্যান্টিবডি থাকে?
(ক) A
(খ) B
(গ) AB
(ঘ) O
সঠিক উত্তর: (ঘ) O


৬। কোন শ্বেত রক্ত কণিকায় হেপারিন থাকে?
(ক) বেসোফিল
(খ) নিউট্রোফিল
(গ) ইউসিনোফিল
(ঘ) লিম্ফোসাইট
সঠিক উত্তর: (ক) বেসোফিল


৭। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ নিচের কোনটি?
(ক) ইন্টারফেরন
(খ) সহজাত মারণ কোষ
(গ) সিরুমেন
(ঘ) ম্যাক্রোফেজ
সঠিক উত্তর: (গ) সিরুমেন
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :


৮। A চিহ্নিত অঙ্গটি কয়টি খণ্ডাংশে বিভক্ত?
(ক) ৪
(খ) ৩
(গ) ২
(ঘ) ১
সঠিক উত্তর: (ক) ৪


৯। চিত্রের ই অংশ হতে নিঃসৃত রসে পাওয়া যায়-
i. বিভিন্ন রঞ্জক
ii. বিভিন্ন উৎসেচক
iii. বিভিন্ন প্রাণরস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১০। ‘C’ অঙ্গের কোন কোষ থেকে HCI নিঃসৃত হয়?
(ক) গবলেট
(খ) আর্জেন্টাফাইন
(গ) জাইমোজেনিক
(ঘ) অক্সিনটিক
সঠিক উত্তর: (ঘ) অক্সিনটিক


১১। ‘X’ করোটিক স্নায়ু বিস্তৃত হয়-
i. স্বরযন্ত্রে
ii. হৃৎপি-
iii. জিহ্বাতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১২। কোনটি সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী?
(ক) ক্যাঙ্গারু
(খ) প্লাটিপাস
(গ) ল্যাম্প্রে
(ঘ) হ্যাগফিশ
সঠিক উত্তর: (খ) প্লাটিপাস


১৩। কোনটির পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের?
(ক) রুই
(খ) লাংফিশ
(গ) টাকি
(ঘ) হাঙ্গর
সঠিক উত্তর: (ঘ) হাঙ্গর


১৪। হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে?
(ক) ভলভেন্ট
(খ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
(গ) পেনিট্রান্ট
(ঘ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (গ) পেনিট্রান্ট

উদ্দীপকটি লক্ষ্য কর ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:


১৫। A চিহ্নিত অংশে নিচের কোনটি ঘটে?
(ক) স্থিতিশক্তিকে তাপশক্তিতে রূপান্তর
(খ) অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ব্যাপন
(গ) জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন
(ঘ) শক্তির সুষম বণ্টন
সঠিক উত্তর: (খ) অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ব্যাপন


১৬। পুংজনন তন্ত্রের সাথে সম্পর্কিত গ্রন্থি হলো-
i. প্রোস্টেট
ii. বার্থোলিন
iii. কাওপার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
সাবিহা পুকুর পাড়ে বসে রুই মাছের পোনার সাঁতারকাটা দেখছিল। হঠাৎ লক্ষ্য করল একটি শোল মাছ একঝাক পোনা নিয়ে পানিতে সাঁতার কাটছে।

১৭। সাবিহার দেখা ২য় মাছটিতে কোন ধরনের আচরণ প্রকাশ পায়-
(ক) সহজাত
(খ) টার্মিনেটিং
(গ) শিখন
(ঘ) অনুকরণ
সঠিক উত্তর: (ক) সহজাত


১৮। উদ্দীপকের ১ম মাছের আইশের বৃদ্ধি বেশি হয়-
i. বর্ষাকালে
ii. গ্রীষ্মকালে
iii. বসন্তকালে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৯। নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত?
(ক) ৯ : ৭
(খ) ৩ : ১
(গ) ২ : ১
(ঘ) ১ : ২ : ১
সঠিক উত্তর: (ঘ) ১ : ২ : ১


২০। মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন এন্টিবডি?
(ক) IgG
(খ) IgM
(গ) IgE
(ঘ) IgA
সঠিক উত্তর: (ঘ) IgA


২১। কোথায় ইউরিয়া তৈরি হয়?
(ক) যকৃতে
(খ) বৃক্কে
(গ) অগ্ন্যাশয়ে
(ঘ) প্লীহাতে
সঠিক উত্তর: (ক) যকৃতে

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:


২২। A অঙ্কের পরিশ্রুত তরলে ত্রিয়েটিনিন এর শতকরা হার কত?
(ক) ০.০৪
(খ) ০.০৫
(গ) ০.০৭
(ঘ) ০.৩৫
সঠিক উত্তর: (গ) ০.০৭


২৩। উদ্দীপকের ‘B’ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
(ক) থাইমোসিন
(খ) থাইরক্সিন
(গ) ভেসোপ্রেসিন
(ঘ) অ্যাড্রেনালিন
সঠিক উত্তর: (ঘ) অ্যাড্রেনালিন


২৪। সাইনুসাইটিসে আক্রান্ত সাইনাসগুলো-
i. ম্যাক্সিলারি
ii. এথময়েড
iii. স্ফেনয়েড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৫। সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়?
(ক) টিকটিকি
(খ) কুমির
(গ) কচ্ছপ
(ঘ) সাপ
সঠিক উত্তর: (খ) কুমির










এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

চট্টগ্রাম বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। মানুষের প্রতি ১০০ মিলিমিটার রক্তে কত গ্রাম হিমোগ্লাবিন থাকে?
(ক) ১৬
(খ) ২০
(গ) ২২
(ঘ) ২৪
সঠিক উত্তর: (ক) ১৬


২। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস বিদ্যমান
(খ) ইন্টারক্যালটেড ডিস্ক থাকে
(গ) পেশি তন্তু মাকু আকৃতির
(ঘ) চোখ ও জিহ্বায় বিদ্যমান
সঠিক উত্তর: (গ) পেশি তন্তু মাকু আকৃতির


৩। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা, দাঁত ও মাথায় ব্যথা হয়?
(ক) ফ্রন্টাল
(খ) ম্যাক্সিলারি
(গ) এথময়েড
(ঘ) স্ফেনয়েড
সঠিক উত্তর: (খ) ম্যাক্সিলারি

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:

৪। ‘A’ চিহ্নিত অংশটি তৈরিতে অংশগ্রহণকারী উপাদান হলো
i. পোডোসাইট কোষ
ii. ক্যাপসুলার স্পেস
iii. গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। উল্লিখিত গঠনটির ‘B’ চিহ্নিত অংশটির কার্যকারিতা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
(ক) ADH
(খ) FSH
(গ) STH
(ঘ) LH
সঠিক উত্তর: (ক) ADH


৬। মানুষের হৃৎস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধিকারী হরমোন কোনটি?
(ক) গ্লুকোকর্টিকয়েড
(খ) অ্যাড্রেনালিন
(গ) ইস্ট্রোজেন
(ঘ) ভেসোপ্রেসিন
সঠিক উত্তর: (খ) অ্যাড্রেনালিন

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
একাদশ শ্রেণিতে পড়–য়া বাবলু ও রবি কলেজ ছুটি শেষে মাঠ দিয়ে অতিক্রমের সময় দেখল, কিছু সবুজ রঙের পতঙ্গ ঘাসের উপর লাফালাফি করছে। রবি বলল- এই পতঙ্গের ক্ষেত্রে উজ্জ্বল ও স্তিমিত আলোতে ভিন্ন ধরনের দর্শন কৌশল দেখা যায়।

৭। উদ্দীপকে প্রাণীটির দর্শন কৌশলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) উজ্জ্বল আলোয় সুপারপজিশন প্রতিবিম্ব সৃষ্টি করে
(খ) অনুজ্জ্বল আলোয় প্রতিটি ওমাটিডিয়াম পরস্পর থেকে আলাদা হয়
(গ) উজ্জ্বল আলোয় দুটি রঞ্জক আবরণ প্রসারিত হয়
(ঘ) সুপারপজিশন প্রতিবিম্বে লম্বভাবে আগত আলোক রশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে
সঠিক উত্তর: (গ) উজ্জ্বল আলোয় দুটি রঞ্জক আবরণ প্রসারিত হয়


৮। উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য
(ক) রেচন অঙ্গ নেফ্রিডিয়াম
(খ) সিলোম বিদ্যমান
(গ) মুখোপাঙ্গ ম্যান্ডিবুলেট প্রকৃতির
(ঘ) জীবনচক্রে লার্ভা দশা বিদ্যমান
সঠিক উত্তর: (গ) মুখোপাঙ্গ ম্যান্ডিবুলেট প্রকৃতির


৯। মিশ্র প্রকৃতির স্নায়ু হলো
i. ট্রকলিয়ার
ii. ফ্যাসিয়াল
iii. ভ্যাগাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও: সোহাগের বাবা হিমোফিলিক হলেও তার একমাত্র বোন সুমি ও তার মা স্বাভাবিক।

১০। উদ্দীপকে উল্লিখিত সোহাগ ও সুমির পিতা-মাতার জিনোটাইপ হবেÑ
(ক) XHY ও XHYh
(খ) XhY ও XHYh
(গ) XHY ও XhYh
(ঘ) XhY ও XHYH
সঠিক উত্তর:


১১। বিবাহে বৈশিষ্ট্যটি পরবর্তী বংশধরে প্রকাশ পাবে-
i. সকল কন্যা সন্তানই স্বাভাবিক
ii. ৫০% পুত্র সন্তান হিমোফিলিয়াক
iii. ৫০% পুত্র সন্তান স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


১২। কোনটি মানুষের টার্সাল অস্থি?
(ক) ট্যালাস
(খ) ট্রাপেজিয়াম
(গ) ট্রাপেজয়েড
(ঘ) ট্রাইকুয়েট্রাল
সঠিক উত্তর: (ক) ট্যালাস


১৩। মানুষের চোখের আনুষঙ্গিক অংশ কোনটি?
(ক) আইরিশ
(খ) সিলিয়ারি বিডি
(গ) কনজাংটিভা
(ঘ) সাসপেন্সারি লিগামেন্ট
সঠিক উত্তর: (গ) কনজাংটিভা


১৪। কোনটি মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে?
(ক) ফ্যাগোসাইট
(খ) ত্বক
(গ) সিরুমেন
(ঘ) লালা
সঠিক উত্তর: (ক) ফ্যাগোসাইট
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও : পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে।

১৫। উদ্দীপকে উল্লিখিত প্রাণী কোন শ্রেণিভুক্ত?
(ক) Amphibia
(খ) Aves
(গ) Reptilia
(ঘ) Mammalia
সঠিক উত্তর: (ক) Amphibia


১৬। উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের
i. রক্ত শীতল প্রকৃতির
ii. আঙ্গুল নখরযুক্ত
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৭। সমবৃত্তীয় অঙ্গ হলো-
(ক) বাদুড়ের ডানা - পাখির ডানা
(খ) পাখির ডানা - মানুষের হাত
(গ) মানুষের হাত - বাদুড়ের ডানা
(ঘ) পাখির ডানা - পতঙ্গের ডানা
সঠিক উত্তর: (ঘ) পাখির ডানা - পতঙ্গের ডানা
অন্ত্র (খাদ্যসার) A → যকৃত → হৃৎপিণ্ড

১৮। নিচের কোন সংবহন উদ্দীপকের ‘A’ চিহ্নিত গতিপথ অনুসরণ করে?
(ক) সিস্টেমিক
(খ) পালমোনারি
(গ) পোর্টাল
(ঘ) করোনারি
সঠিক উত্তর: (গ) পোর্টাল


১৯। উদ্দীপকে উল্লিখিত সংবহন ব্যবস্থাটি-
i. মেরুদণ্ডী প্রাণীতে উপস্থিত
ii. যকৃতে খাদ্য সঞ্চয় করে
iii. গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২০। অমরা গঠনে অংশগ্রহণকারী বহিঃভ্রƒণীয় পর্দা হলো-
(ক) অ্যামনিয়ন ও কুসুম থলি
(খ) অ্যালানটয়েস ও কোরিওন
(গ) কোরিওন ও কুসুম থলি
(ঘ) অ্যামনিয়ন ও কোরিওন
সঠিক উত্তর: (খ) অ্যালানটয়েস ও কোরিওন


২১। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন নিম্নোক্ত কোন ধরনের?
(ক) ট্রোপোট্যাক্সিস
(খ) টেলোটক্সিস
(গ) মেনোট্যাক্সিস
(ঘ) নেমোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) মেনোট্যাক্সিস


২২। ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী?
(ক) লিনিয়াস
(খ) স্লেজেল
(গ) ল্যামার্ক
(ঘ) হ্যাক্সেলে
সঠিক উত্তর: (খ) স্লেজেল


২৩। রুই মাছে কোন ধরনের আঁইশ পাওয়া যায়?
(ক) প্লাকয়েড
(খ) টিনয়েড
(গ) সাইক্লেয়েড
(ঘ) গ্যানয়েড
সঠিক উত্তর: (গ) সাইক্লেয়েড

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও : ষোল বছর বয়সী রহিমের দেহের উচ্চতা ১.৬ মিটার হলেও তার দৈহিক ওজন ৮০ কেজি।

২৪। উদ্দীপকে রহিমের দেহের ওজন সূচক (BMI) কত কেজি/মিটার? (ক) ৩০.৭৫
(খ) ৩১.২৫
(গ) ৩১.৭৫
(ঘ) ৩২.২৫
সঠিক উত্তর: (খ) ৩১.২৫


২৫। উদ্দীপকে রহিমের স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী
i. জিনগত সংবেদশনীলতা
ii. পারিবারিক জীবনযাত্রা
iii. মানসিক আঘাত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

কুমিল্লা বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। নিম্নের কোনটি সিফিলিস রোগের লক্ষণ নয়?
(ক) অনিয়মিত রজঃচক্র (খ) ব্যথাহীন ক্ষত
(গ) লালচে বাদামি দাগ (ঘ) ক্ষুদ্র ক্ষুদ্র ফুসফুড়ি
সঠিক উত্তর: (ক) অনিয়মিত রজঃচক্র


২। ১ম শ্রেণির লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) বল - ভার - ফ্যালক্রাম
(খ) ফ্যালক্রাম - বল - ভার
(গ) ভার - ফ্যালক্রাম - বল
(ঘ) ভার - বল - ফ্যালক্রাম
সঠিক উত্তর: (গ) ভার - ফ্যালক্রাম - বল

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

৩। ‘X’ চিহ্নিত অংশটির ক্ষেত্রে কোনটি সঠিক
(ক) এর নাম ইনকাস
(খ) দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি
(গ) ফেনেস্ট্রা রোটান্ডা এর সাথে যুক্ত
(ঘ) এটি দেখতে নেহাই এর মতো
সঠিক উত্তর: (খ) দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি
৪। ‘Y’ চিহ্নিত অংশ-
i. গলবিলের সাথে যুক্ত
ii. অণুজীব দ্বারা সংক্রমিত হতে পারে
iii. শিশুদের ক্ষেত্রে বেশি সংক্রমিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। রজঃচক্রের শেষদিকে কী ঘটে?
(ক) FSH ও প্রোজেস্টরন ক্ষরণ কমে
(খ) FSH ও LH ক্ষরণ বাড়ে
(গ) LH ও এস্ট্রোজেন ক্ষরণ বাড়ে
(ঘ) এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ক্ষরণ বাড়ে
সঠিক উত্তর: (ক) FSH ও প্রোজেস্টরন ক্ষরণ কমে


৬। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনটি কোথা হতে নিঃসৃত হয়?
(ক) মনোসাইট
(খ) নিউট্রোফিল
(গ) বেসোফিল
(ঘ) ইওসিনোফিল
সঠিক উত্তর: (গ) বেসোফিল


৭। অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমনকে কী বলে?
(ক) নেমোট্যাক্সিস (খ) মেনোট্যাক্সিস
(গ) কেমোট্যাক্সিস (ঘ) ক্লাইনোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) কেমোট্যাক্সিস


৮। ইন্টারফেরনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
(ক) অনাক্রম্যতা ও স্পেসিফিক
(খ) গাঠনিক উপাদান লিপোপ্রোটিন
(গ) T -লিম্ফোসাইট হতে উৎপন্ন হয়
(ঘ) ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়
সঠিক উত্তর: (গ) T -লিম্ফোসাইট হতে উৎপন্ন হয়

উদ্দীপকটি পড় এবং ৯নং প্রশ্নের উত্তর দাও :
নিঃসন্তান দম্পতি মি. রহমান সন্তান লাভের জন্য ওঠঊ এর সফলতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।

৯। ডাক্তার সাহেবের এরূপ সন্দেহের সম্ভাব্য কারণ কী হতে পারে?
(ক) ডিম্বানালির সমস্যা
(খ) জরায়ুতে ক্ষত বিদ্যমান
(গ) ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ব হয় না
(ঘ) বীর্যে শুক্রাণুর সংখ্যা কম
সঠিক উত্তর: (খ) জরায়ুতে ক্ষত বিদ্যমান


১০। নিম্নের কোন সংবহন মানুষে অনুপস্থিত?
(ক) পালমোনারি (খ) করোনারি
(গ) রেনাল পোর্টাল (ঘ) হেপাটিক পোর্টাল
সঠিক উত্তর: (গ) রেনাল পোর্টাল


১১। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে স্তনপান কোন ধরনের আচরণ?
(ক) FAP (খ) Feflex
(গ) Taxis (ঘ) Learning
সঠিক উত্তর: (ক) FAP


১২। নিম্নের কোনটি ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোড়?
(ক) পেকটোলারিস মেজর (খ) ইরেকটাস স্পাইনী
(গ) বাইসেপস ফিমোরিস (ঘ) সোলিয়াস মাসলস
সঠিক উত্তর: (ক) পেকটোলারিস মেজর


১৩। কত সপ্তাহ বয়সের মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়?
(ক) ২২ (খ) ২৩
(গ) ২৪ (ঘ) ২৫
সঠিক উত্তর: (গ) ২৪


১৪। নিম্নের কোন প্রাণীতে সিউডোসিলোম দেখা যায়?
(ক) Fasciola hepatica
(খ) Taenia solium
(গ) Ascaris lumbricoides
(ঘ) Metaphire posthuma
সঠিক উত্তর: (গ) Ascaris lumbricoides


১৫। নিম্নের কোনটি পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য?
(ক) সূত্রক কাঁটাযুক্ত
(খ) আঠালো রস ক্ষরণ করে
(গ) শীর্ষদেশ বন্ধ
(ঘ) বাট প্রশস্ত
সঠিক উত্তর: (ঘ) বাট প্রশস্ত

নিম্নের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :

১৬। ‘X’ চিহ্নিত স্তর হতে নিঃসৃত এনজাইমের নাম কী?
(ক) অ্যামাইলেজ
(খ) লাইপেজ
(গ) ট্রিপসিন
(ঘ) পেপসিন
সঠিক উত্তর: (ঘ) পেপসিন


১৭। কত নম্বর করোটিক স্নায়ু উদ্দীপকের উল্লিখিত অঙ্গে বিস্তৃত?
(ক) IX (খ) X
(গ) XI (ঘ) XII
সঠিক উত্তর: (খ) X
১৮। থাইরক্সিন-
i. আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে
ii. লিপিড শোষণ নিয়ন্ত্রণ করে
iii. ক্রেটিনিজমের জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৯। নিম্নের কোন গ্যাস রেটিয়া মিরাবিলিয়া কর্তৃক নিঃসৃত হয় না?
(ক) H2
(খ) O2
(গ) N2
(ঘ) CO2
সঠিক উত্তর: (ক) H2


২০। কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়?
(ক) Myxine glutinosa
(খ) Petromyzon marinus
(গ) Scoliodon laticaudus
(ঘ) Channa punctatus
সঠিক উত্তর: (খ) Petromyzon marinus


২১। হাইড্রার যৌন জননের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
(ক) স্পার্মাটোগোনিয়া  স্পার্মাটিড  স্পার্মাটোসাইড  শুক্রাণু
(খ) প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়
(গ) পরিণত ডিম্বাণুর চারদিকে কাইটিনের আবরণী থাকে
(ঘ) স্ব-নিষেক ঘটে
সঠিক উত্তর: (ঘ) স্ব-নিষেক ঘটে

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
জামাল বংশগত শারীরিক ত্রুটির জন্য ড্রাইভিং লাইসেন্স পাননি। কিন্তু জামালের স্ত্রীর এই ত্রুটি নেই।

২২। জামালের ছেলেদের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা
i. ০%
ii. ৫০%
iii. ১০০%
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৩। নিম্নের কোন গ্রন্থিটি জামালের ত্রুটিপূর্ণ অঙ্গে অবস্থিত নয়?
(ক) সিরুমিনাস
(খ) ল্যাক্রাইমাল
(গ) হার্ডেরিয়ান
(ঘ) মেবোমিয়ান
সঠিক উত্তর: (ক) সিরুমিনাস


২৪। নিম্নের কোনটি ঘাস ফড়িং এর ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) ওমাটিডিয়ামে সম্পূর্ণ বিম্ব তৈরি হয়
(খ) রূপান্তরে নির্মোচনের সংখ্যা পাঁচ
(গ) রক্ত সংবহনতন্ত্র বন্ধ
(ঘ) ট্রাকিওলে ইন্টিমা থাকে
সঠিক উত্তর: (গ) রক্ত সংবহনতন্ত্র বন্ধ


২৫। বৃক্কের কাজে সহায়তাকারী হরমোনের উৎপত্তিস্থল-
i. পিটুইটারি গ্রন্থি
ii. অ্যাড্রেনাল গ্রন্থি
iii. যকৃত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

বরিশাল বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। রুই মাছের প্রধান চলন পাখনা কোনটি?
(ক) পৃষ্ঠ
(খ) বক্ষ
(গ) পুচ্ছ
(ঘ) শ্রোণি
সঠিক উত্তর: (গ) পুচ্ছ


২। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে-
i. শ্বেত রক্তকণিকা
ii. লোহিত রক্তকণিকা
iii. অণুচক্রিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। AB রক্ত গ্রুপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) ‘O’ গ্রুপের রক্ত নিতে পারে
(খ) উভয় অ্যান্টিবডি a ও b বিদ্যমান
(গ) ‘A’ গ্রুপকে রক্ত দান করতে পারে
(ঘ) লোহিত কণিকায় এন্টিজেন ‘B’ বিদ্যমান
সঠিক উত্তর: (ক) ‘O’ গ্রুপের রক্ত নিতে পারে


৪। মূত্রে বিদ্যমান নন-নাইট্রোজেনাস উপাদান কোনটি?
(ক) ক্রিয়েটিনিন
(খ) ইউরিক এসিড
(গ) কিটোন বডিস
(ঘ) ইউরিয়া
সঠিক উত্তর: (গ) কিটোন বডিস

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক মানবদেহের স্নায়ুতন্ত্র পড়ানোর সময় বললেন- মানবদেহে ১২ জোড়া করোটিক স্নায়ু আছে, যার মধ্যে একজোড়া স্নায়ু আমাদের গলবিল, স্বরযন্ত্র, গ্রীবা ও কাঁধের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তিনি আরও বললেনÑ চোখের সঞ্চালনে একাধিক করোটিক স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৫। উদ্দীপকে উল্লিখিত প্রথম জোড়া স্নায়ুর নাম কী?
(ক) ট্রাইজেমিনাল
(খ) ভেগাস
(গ) স্পাইনাল অ্যাকসেসরি
(ঘ) ট্রকলিয়ার
সঠিক উত্তর: (গ) স্পাইনাল অ্যাকসেসরি


৬। উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত অঙ্গ নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলি হলো-
i. অকুলোমেটার
ii. ট্রাইজেমিনাল
iii. অ্যাবডুসেন্স
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৭। মানুষের করোটিকার অস্থি কোনটি?
(ক) স্ফেনয়েড
(খ) জাইগোম্যাটিক
(গ) ভোমার
(ঘ) প্যালাটাইন
সঠিক উত্তর: (ক) স্ফেনয়েড

উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের পোলিও, ডিপথেরিয়া ও কলেরাসহ বেশ কিছু রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। এই টিকার মাধ্যমে শিশুর দেহ বিশেষ একটি প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করার মাধ্যমে নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

৮। উদ্দীপকে বিশেষ স্তরটিতে কার্যকরী ভূমিকা রাখে কোনটি?
(ক) ম্যাক্রোফেজ
(খ) NK Cell
(গ) লাইসোজাইম
(ঘ) B -লিম্ফোসাইট
সঠিক উত্তর: (ঘ) B -লিম্ফোসাইট


৯। উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির উদ্দেশ্য হলো-
i. সুপ্ত অনাক্রম্যতাকে উদ্বুদ্ধ করা
ii. সুস্থ ও সবল বংশধর গঠনে সহায়তা করা
iii. শিশু মৃত্যু হার কমানো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১০। মানবদেহের স্ত্রী প্রজননতন্ত্রে বিদ্যমান গ্রন্থি কোনটি?
(ক) প্রোস্টেট
(খ) বার্থোলিন
(গ) কাওপার
(ঘ) মাশরুম
সঠিক উত্তর: (খ) বার্থোলিন


১১। যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে বলে-
(ক) মাইক্রোগ্লিয়া
(খ) ডেনড্রাইটিক
(গ) অস্টিওব্লাস্ট
(ঘ) কাপফার
সঠিক উত্তর: (ঘ) কাপফার


১২। স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়?
(ক) স্বরযন্ত্র
(খ) বহিঃকর্ণ
(গ) আলজিহ্বা
(ঘ) ইউস্টেশিয়ান নালি
সঠিক উত্তর: (ক) স্বরযন্ত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
মিঃ কবির বিশুদ্ধ খাটো লোম ও বিশুদ্ধ লম্বা লোমবিশিষ্ট গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলে ঋ১ জনুতে শুধুমাত্র খাটো লোমবিশিষ্ট গিপিগ পেলেও F2 জনুতে লম্বা ও খাটো লোম বিশিষ্ট গিনিপিগ পেলেন।

১৩। উদ্দীপকে উল্লিখিত জিনতাত্ত্বিক ক্রসে F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত?
(ক) ৩ : ১
(খ) ২ : ১
(গ) ১ : ২ : ১
(ঘ) ১ : ১
সঠিক উত্তর: (ক) ৩ : ১


১৪। উদ্দীপকে F1 প্রাপ্ত গিনিপিগ ও প্রচ্ছন্ন প্যারেন্টের ক্রসে প্রাপ্ত গিনিপিগের লোমের বৈশিষ্ট্য হবে
i. বিশুদ্ধ খাটো
ii. সংকর খাটো
iii. বিশুদ্ধ লম্বা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

১৫। ‘A’ চিহ্নিত স্তর হতে সৃষ্ট অঙ্গ হলো-
(ক) অন্তঃকর্ণ
(খ) দাঁতের ডেন্টিন
(গ) শ্বসন তন্ত্র
(ঘ) মেদ কলা
সঠিক উত্তর: (ক) অন্তঃকর্ণ


১৬। শ্বসন বৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?
(ক) সেকেন্ডারি ব্রঙ্কাস
(খ) টারসিয়ারি ব্রঙ্কাস
(গ) টার্মিনাল ব্রঙ্কিওল
(ঘ) অ্যালভিওলার নালি
সঠিক উত্তর: (ঘ) অ্যালভিওলার নালি


১৭। সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটি?
(ক) বুদ্ধির সাথে সম্পর্কিত
(খ) প্রজাতি নির্দিষ্ট নয়
(গ) বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত
(ঘ) অনুশীলন দ্বারা অর্জিত
সঠিক উত্তর: (গ) বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত


১৮। শিখাকোষ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়?
(ক) Platyhelminthes
(খ) Annelida
(গ) Arthropoda
(ঘ) Echinodermata
সঠিক উত্তর: (ক) Platyhelminthes


১৯। অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি?
(ক) পেপসিন
(খ) ট্রিপসিন
(গ) রেনিন
(ঘ) জিলেটিনেজ
সঠিক উত্তর: (খ) ট্রিপসিন


২০। নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) মিউকাস কোষ - মিউসিন
(খ) প্যারাইটাল কোষ - HCI
(গ) পেপটিক কোষ - পেপসিন
(ঘ) আর্জেন্টাফাইন কোষ - রেনিন
সঠিক উত্তর: (ঘ) আর্জেন্টাফাইন কোষ - রেনিন

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

২১। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে বিদ্যমান গ্যাস-
(ক) H2, N2, CO2
(খ) O2, N2, Na
(গ) O2, CO2, N2
(ঘ) CO2, Na, O2
সঠিক উত্তর: (গ) O2, CO2, N2


২২। উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির কাজ হলো
i. অতিরিক্ত শ্বসনে সহায়তা করা
ii. শব্দ উৎপাদন করা
iii. আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৩। নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?
(ক) ইওসিনোফিল
(খ) মনোসাইট
(গ) বেসোফিল
(ঘ) নিউট্রোফিল
সঠিক উত্তর: (খ) মনোসাইট

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
ফুসফুসের কার্যিক একক হলো অ্যালভিওলাস, যা অত্যন্ত পাতলা এবং চ্যাপ্টা আঁইশাকার কোষ দ্বারা গঠিত। এই কোষের ফাঁকে ফাঁকে বিশেষ এক ধরনের কোষ থাকে। এই কোষ থেকে ক্ষরিত বিশেষ একটি পদার্থ মানব ভ্রুণের স্বাধীন অস্তিত্বের অন্যতম ধারক হিসেবে বিবেচ্য।

২৪। উদ্দীপকের বিশেষ পদার্থটি হলো-
(ক) সারফেকট্যান্ট
(খ) সেরুমেন
(গ) ইন্টারফেরন
(ঘ) পাইরোজেন
সঠিক উত্তর: (ক) সারফেকট্যান্ট


২৫। উদ্দীপকে উল্লিখিত বিশেষ পদার্থটির কাজ হলো
i. অ্যালভিওলাসের প্রাচীরের পৃষ্ঠটান কমানো
ii. গ্যাস বিনিময়ে সাহায্য করা
iii. রোগজীবাণু ধ্বংস করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

দিনাজপুর বোর্ড - ২০১৯৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে?
(ক) অগ্ন্যাশয়ে
(খ) হৃৎপি-ে
(গ) যকৃতে
(ঘ) ফুসফুসে
সঠিক উত্তর: (গ) যকৃতে


২। জয ফ্যাক্টরজনিত সমস্যা হলো
i. রক্ত সঞ্চালন জটিলতা
ii. মাসকুলার ডিস্ট্রফি
iii. গর্ভধারণ জটিলতা নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। অ্যালভিওলাস প্রাচীর থেকে নিঃসৃত হয় কোনটি?
(ক) সারফেকট্যান্ট
(খ) সেরিব্রোস্পাইনাল ফ্লুইড
(গ) পেরিকার্ডিয়াল ফ্লুইড
(ঘ) সেরাস ফ্লুইড
সঠিক উত্তর: (ক) সারফেকট্যান্ট


৪। মূত্রের খড় বর্ণের জন্য দায়ী উপাদান কোনটি?
(ক) সোডিয়াম
(খ) ইউরিয়া
(গ) ইউরোক্রোম
(ঘ) ক্রিয়েটিনিন
সঠিক উত্তর: (গ) ইউরোক্রোম


৫। কোনটি মহিলাদের স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি?
(ক) ডায়াফ্রাম
(খ) ইমপ্লান্ট
(গ) ভ্যাসেকটমি
(ঘ) টিউবেকটমি
সঠিক উত্তর: (ঘ) টিউবেকটমি


৬। উইর্সাং নালি মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়?
(ক) অগ্ন্যাশয়ে
(খ) যকৃতে
(গ) পাকস্থলীতে
(ঘ) কোলনে
সঠিক উত্তর: (ক) অগ্ন্যাশয়ে


৭। গর্ভাবস্থায় জরায়ু আকারে কত গুণ বৃদ্ধি পায়?
(ক) ১০
(খ) ১৫
(গ) ২০
(ঘ) ২৫
সঠিক উত্তর: (গ) ২০


৮। অঙ্গকুঁড়ির গঠনের প্রক্রিয়ার নাম
(ক) ব্লাস্টোলেশন
(খ) গ্যাস্ট্রুলেশন
(গ) অর্গানোজেনেসিস
(ঘ) গ্যামেটোজেনেসিস
সঠিক উত্তর: (গ) অর্গানোজেনেসিস


৯। সেক্স লিঙ্কড রোগ নয় কোনটি?
(ক) মাসকুলার ডিস্ট্রফি
(খ) গনোরিয়া
(গ) বর্ণান্ধতা
(ঘ) হিমোফিলিয়া
সঠিক উত্তর:

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :

১০। উদ্দীপকে ‘A’ চিহ্নিত অংশের নাম কী?
(ক) ইলিয়াম
(খ) পিউবিস
(গ) অ্যাসিটাবুলাম
(ঘ) ইশ্চিয়াম
সঠিক উত্তর: (গ) অ্যাসিটাবুলাম


১১। উদ্দীপকে ‘A’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ?
(ক) ফিমার যুক্ত থাকে
(খ) হিউমেরাস যুক্ত থাকে
(গ) টিবিওফিবুলা যুক্ত থাকে
(ঘ) স্ক্যাপুলা যুক্ত থাকে
সঠিক উত্তর: (ক) ফিমার যুক্ত থাকে


১২। ঊপযরহড়ফবৎসধঃধ পর্বের বৈশিষ্ট্য
i. অরীয় প্রতিসম
ii. পানি সংবহন তন্ত্র
iii. নালিকা পদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৩। অ্যাকুয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) আলোর প্রতিফলনে সাহায্য করে
(খ) লেন্স ও কর্নিয়ায় পুষ্টি যোগায়
(গ) লেন্স ও রেটিনায় পুষ্টি জোগায়
(ঘ) অক্ষিগোলককে ঘুরতে সাহায্য করে
সঠিক উত্তর: (খ) লেন্স ও কর্নিয়ায় পুষ্টি যোগায়


১৪। অ্যাথেরোমেটাস প্ল্যাক (Plaque) এর আধিক্যের প্রভাবে কোনটি হয়?
(ক) রক্ত প্রবাহ দ্রুততর হয়
(খ) রক্ত প্রবাহ কমে যায়
(গ) ধমনী পথ সংকীর্ণ হয়
(ঘ) মস্তিষ্কে রক্ষক্ষরণ হয়
সঠিক উত্তর: (গ) ধমনী পথ সংকীর্ণ হয়


১৫। কোনটি ঘাসফড়িং এর পায়ের অংশ?
(ক) এলিট্রা
(খ) টেগমিনা
(গ) কক্সা
(ঘ) সার্কি
সঠিক উত্তর: (গ) কক্সা


১৬। লিথাল জিনের বৈশিষ্ট্য হলো
i. মিউট্যান্ট জিন
ii. জীবের মৃত্যু ঘটায়
iii. ফিনোটাইপিক অনুপাত ১ : ২ : ১
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৭। জীবের দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিসকে বলা হয়
(ক) রিওট্যাক্সিস
(খ) অ্যারোট্যাক্সিস
(গ) কেমোট্যাক্সিস
(ঘ) থিগমোট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) থিগমোট্যাক্সিস

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :

১৮। উদ্দীপকের ‘A’ অংশের নাম কী?
(ক) সেরেবেলাম
(খ) সেরেব্রাম
(গ) থ্যালামাস
(ঘ) পনস
সঠিক উত্তর: (ক) সেরেবেলাম


১৯। উদ্দীপকে ‘A’ অংশ
i. বাকশক্তি নিয়ন্ত্রণ করে
ii. পেশি টান নিয়ন্ত্রণ করে
iii. চলাচলের দিক নির্ণয় করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২০। স্টিনোটিল নেমাটোসিস্টে থাকে
i. সর্পিলাকার বার্বিউল
ii. তীক্ষè বার্ব
iii. হিপনোটক্সিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২১। কেসিন + পানি এনজাইম প্যারাকেসিন নিচের কোনটি সঠিক?
(ক) পেপসিন
(খ) রেনিন
(গ) ট্রিপসিন
(ঘ) কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: (খ) রেনিন


২২। বক্ষদেশীয় কশেরুকা কয়টি?
(ক) ৫
(খ) ৭
(গ) ১২
(ঘ) ১৪
সঠিক উত্তর: (গ) ১২


২৩। Platyhelminthes পর্বের রেচন অঙ্গের নাম কী?
(ক) নেফ্রিডিয়া
(খ) শিখা কোষ
(গ) মালপিজিয়ান নালিকা
(ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (খ) শিখা কোষ


২৪। Archaeopteryx এর বৈশিষ্ট্য-
i. দাঁতযুক্ত চোয়াল
ii. দেহ পালকে আবৃত
iii. পুরু ও ভারী হাড়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৫। অমরা অতিক্রম করতে সক্ষম কোন এন্টিবডি?
(ক) IgG
(খ) IgM
(গ) IgD
(ঘ) IgE
সঠিক উত্তর: (ক) IgG




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

যশোর বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]



১। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্রুইজম হলো-
i. পরার্থপরতা
ii. অর্জিত গুণ
iii. সামাজিক বন্ধন নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২ এবং ৩নং প্রশ্নের উত্তর দাও : চিত্র : করোটিক স্নায়ু

২। কোন স্নায়ুটি সবচেয়ে লম্বা?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) D
সঠিক উত্তর: (গ) C
নিচের উদ্দীপকের আলোকে ৪ নং প্রশ্নের উত্তর দাও :

৩। চিত্রে প্রদর্শিত স্নায়ুগুলোর মধ্যে-
i. A হচ্ছে অপটিক স্নায়ু
ii. C এর চারটি শাখা রয়েছে
iii. D এর উৎপত্তি মেডুলা অবলংগাটা হতে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৪। চিত্রে প্রদর্শিত অঙ্গটি-
i. নিউরন নামক একক দিয়ে গঠিত
ii. নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ অপসারণে ভূমিকা রাখে
iii. দেহে পানির ভারসাম্য রক্ষা করে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৫। শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত?
(ক) মাথা
(খ) গ্রীবা
(গ) মধ্যখ-
(ঘ) লেজ
সঠিক উত্তর: (ক) মাথা


৬। নিচের কোনটি platyhelminthes পর্বভুক্ত প্রাণী?
(ক) Scypha
(খ) Fasciola
(গ) Ascaris
(ঘ) Metaphire
সঠিক উত্তর: (খ) Fasciola


৭। রুই মাছের আঁইশের নাম কী?
(ক) সাইক্লয়েড
(খ) টিনয়েড
(গ) প্লাকয়েড
(ঘ) গ্যানয়েড
সঠিক উত্তর: (ক) সাইক্লয়েড

৮। অরীয় প্রতিসাম্যের উদাহরণ হলো
i. Hydra
ii. Taenia
iii. Astropecten নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (খ) i ও iii


৯। ঘাসফড়িং এর রক্তের নাম কী?
(ক) হিমোসাইট
(খ) হিমোসিল
(গ) হিমোলিম্ফ
(ঘ) হিমোসায়ানিন
সঠিক উত্তর: (গ) হিমোলিম্ফ
নিচের উদ্দীপকের আলোকে ১০ এবং ১১নং প্রশ্নের উত্তর দাও :

১০। চিত্রে ‘A’ এবং ‘B’ এর নাম কী?
(ক) অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রাল অ্যাওর্টা
(খ) অ্যাট্রিয়াম এবং বাল্বাস আর্টারিওসাস
(গ) সাইনাস ভেনোসাস এবং বাল্বাস আর্টারিওসাস
(ঘ) সাইনাস ভেনেসাস এবং অ্যাট্রিয়াম
সঠিক উত্তর: (গ) সাইনাস ভেনোসাস এবং বাল্বাস আর্টারিওসাস


১১। চিত্রে প্রদর্শিত অঙ্গটির বৈশিষ্ট্য হলো
i. O2 যুক্ত রক্ত পরিবহন
ii. একমুখী রক্তপ্রবাহ
iii. A এবং C উপ-প্রকোষ্ঠ নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১২। শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
(ক) যকৃত
(খ) অগ্ন্যাশয়
(গ) থাইরয়েড
(ঘ) পিটুইটারি
সঠিক উত্তর: (ক) যকৃত


১৩। কোন এনজাইম লালাগ্রন্থিতে পাওয়া যায়?
(ক) ট্রিপসিন
(খ) পেপসিন
(গ) অ্যামাইলেজ
(ঘ) টায়ালিন
সঠিক উত্তর: (ঘ) টায়ালিন


১৪। O2 এবং CO2 এর বিনিময় ঘটে নিম্নের কোন অংশে?
(ক) অ্যালভিওলাস
(খ) নেফ্রন
(গ) নিউরন
(ঘ) ভিলাই
সঠিক উত্তর: (ক) অ্যালভিওলাস


১৫। গ্লোমেরুলার ফিল্ট্র্রেটের অধিকাংশ পুনঃশোষিত হয় কোন অংশে?
(ক) নিকটবর্তী পেঁচানো নালিকায়
(খ) হেনলির লুপে
(গ) দূরবর্তী পেঁচানো নালিকায়
(ঘ) সংগ্রাহী নালিতে
সঠিক উত্তর: (ক) নিকটবর্তী পেঁচানো নালিকায়


১৬। মানবদেহে অস্থির সংখ্যা কত?
(ক) ১০৬
(খ) ১২৬
(গ) ২০৬
(ঘ) ২২৬
সঠিক উত্তর: (গ) ২০৬


১৭। কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়?
(ক) অনৈচ্ছিক
(খ) কার্ডিয়াক
(গ) রৈখিক
(ঘ) সেরেবেলাম
সঠিক উত্তর: (খ) কার্ডিয়াক


১৮। কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ?
(ক) সেরেব্রাম
(খ) থ্যালামাস
(গ) হাইপোথ্যালামাস
(ঘ) সেরেবেলাম
সঠিক উত্তর: (ঘ) সেরেবেলাম


১৯। রডকোষ-
i. রডোপসিন নামক রঞ্জক পদার্থ সমৃদ্ধ
ii. আলোর প্রতি অধিক সংবেদনশীল
iii. রাতের দর্শনে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২০ এবং ২১ নং প্রশ্নের উত্তর দাও :
A → নালিবিহীন গ্রন্থির ক্ষরণ যা রক্তে পরিবাহিত হয়
B → নালিযুক্ত গ্রন্থির ক্ষরণ যা নালির মাধ্যমে পরিবাহিত হয়

২০। উদ্দীপকে ‘B’ হচ্ছে-
i. হরমোন
ii. এনজাইম
iii. লসিকা নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii




২১। নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) ‘A’ এর একটি উদাহরণ হলো পেপসিন
(খ) ‘A’ দেহের রাসায়নিক দূত হিসাবে সুপরিচিত
(গ) ‘B’ দূরবর্তী টার্গেট স্থলে কাজ করে
(ঘ) ‘B’ এর কাজের ফলাফল দীর্ঘস্থায়ী
সঠিক উত্তর: (খ) ‘A’ দেহের রাসায়নিক দূত হিসাবে সুপরিচিত
নিচের উদ্দীপকের আলোকে ২২ নং প্রশ্নের উত্তর দাও: XcY XXC (♂) (♀)

২২। উদ্দীপকের আলোকে সন্তানদের ক্ষেত্রে কোন ফলাফলটি সঠিক হবে?
(ক) ৫০% মেয়ে স্বাভাবিক
(খ) ৫০% মেয়ে বর্ণান্ধ
(গ) ৫০% ছেলে বর্ণান্ধ জিন বাহক
(ঘ) ১০০% ছেলে স্বাভাবিক
সঠিক উত্তর:


২৩। নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ?
(ক) ফ্যাগোসাইট
(খ) ইন্টারফেরন
(গ) ত্বক
(ঘ) কমপ্লিমেন্ট সিস্টেম
সঠিক উত্তর: (গ) ত্বক
নিচের উদ্দীপকের আলোকে ২৪ এবং ২৫ নং প্রশ্নের উত্তর দাও : রনির রক্ত গ্রুপ A+। তার ভাইয়ের রক্ত গ্রুপ AB+।

২৪। রনির রক্তে-
i. Rh factor উপস্থিত
ii. এন্টিজেন A উপস্থিত
iii. এন্টিবডি a উপস্থিত নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৫। রনির ভাইয়ের রক্তের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক?
(ক) সার্বজনীন দাতা গ্রুপ
(খ) শুধু এন্টিজেন ‘A’ উপস্থিত
(গ) এন্টিবডি ‘b’ উপস্থিত
(ঘ) রনির কাছ থেকে রক্ত নিতে পারবে
সঠিক উত্তর: (ঘ) রনির কাছ থেকে রক্ত নিতে পারবে




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

রাজশাহী বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]



১। V নং করোটিক স্নায়ুর নাম কী?
(ক) ট্রকলিয়ার
(খ) অ্যাবডুসেন্স
(গ) অডিটরি
(ঘ) ট্রাইজেমিনাল
সঠিক উত্তর: (ঘ) ট্রাইজেমিনাল

২। ‘অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার’- মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?
(ক) চার্লস ডারউইন
(খ) আগস্ট ভাইজম্যান
(গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক
(ঘ) হুগো দ্য ভিস
সঠিক উত্তর: (গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক নিচের চিত্রটি থেকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

৩। উদ্দীপকের চিত্রটি নিম্নের কোন অবস্থা?
(ক) অলিন্দের সিস্টোল
(খ) নিলয়ের ডায়াস্টোল
(গ) অলিন্দের ডায়াস্টোল
(ঘ) নিলয়ের সিস্টোল
সঠিক উত্তর: (ঘ) নিলয়ের সিস্টোল

৪। চিত্রে উল্লিখিত অবস্থায় যা ঘটে
i. ‘লাব’ সদৃশ শব্দ সৃষ্টি হয়
ii. ভেন্ট্রিকল দুটি রক্তে পূর্ণ হয়
iii. বাই ও ট্রাইকাসপিড ভাল্ভ বন্ধ থাকে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

৫। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি?
(ক) নিউট্রোফিল
(খ) লাইসোজাইম
(গ) স্পার্মিন
(ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (ক) নিউট্রোফিল

৬। প্রভুগ্রন্থি’ থেকে নিঃসৃত হয়-
i. ACTH
ii. FSH
iii. CT নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

৭। হাইড্রার পরিপাকে অংশ নেয়-
i. ফ্লাজেলীয় কোষ
ii. ক্ষণপদীয় কোষ
iii. গ্রন্থি কোষ নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি থেকে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানোর ফলে সাদা ও কালো উভয় ধরনেরই অপত্য জন্ম নিল।

৮। উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের পিতামাতার জিনোটাইপ কী ধরনের?
(ক) Bb, Bb
(খ) BB, Bb (গ) Bb, bb (ঘ) BB, bb
সঠিক উত্তর: (ক) Bb, Bb

৯। উদ্দীপকের আলোকে কালো ও সাদা অপত্যের অনুপাত কত? (ক) ১ : ১ (খ) ২ : ১ (গ) ৩ : ১ (ঘ) ১ : ১
সঠিক উত্তর: (গ) ৩ : ১

১০। ট্রাকিওলোর বৈশিষ্ট্য হলো i. শাখ প্রশাখায় বিভক্ত ii. দেহকোষের কাছাকাছি অবস্থিত iii. টিস্যু রসে পূর্ণ নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

১১। আলোর প্রতি প্রাণীর সাড়া দেয়াকে কী বলে? (ক) ফটোট্যাক্সিস (খ) টেলোট্যাক্সিস (গ) নেমোট্যাক্সিস (ঘ) ট্রোপোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) ফটোট্যাক্সিস

১২। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়- i. গ্যাস্ট্রিন ii. ইনসুলিন iii. ট্রিপসিন নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

১৩। মাছের জোড়া পাখনা কোনটি? (ক) পৃষ্ঠ পাখনা (খ) পুচ্ছ পাখনা (গ) পায়ু পাখনা (ঘ) শ্রোণী পাখনা
সঠিক উত্তর: (ঘ) শ্রোণী পাখনা

১৪। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি? (ক) হেপারিন (খ) ফাইব্রিন (গ) হিস্টামিন (ঘ) সিরাম
সঠিক উত্তর: (ক) হেপারিন

১৫। Hydra -র কোন কোষটি কেবলমাত্র বহিঃস্তরে বিদ্যমান? (ক) নিডোব্লাস্ট কোষ (খ) স্নায়ু কোষ (গ) গ্রন্থি কোষ (ঘ) ক্ষণপদীয় কোষ
সঠিক উত্তর: (ক) নিডোব্লাস্ট কোষ নিচের চিত্রটি থেকে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :

১৬। নিচের কোনটি উদ্দীপকের চিত্রের অংশ? (ক) কার্ডো (খ) গ্যালিয়া (গ) মেন্টাম (ঘ) স্টাইপস
সঠিক উত্তর: (গ) মেন্টাম

১৭। চিত্রের উপাঙ্গটির ক্ষেত্রে যা প্রযোজ্য i. খাদ্য চূর্ণকরণে সাহায্য করে ii. এটি অধঃ ওষ্ঠ iii. পাল্প বিদ্যমান নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও : সবচেয়ে বড় গ্রন্থি মিশ্র গন্থি চ ছ

১৮। মানবদেহে ‘p’ এর কাজ হলো i. এনজাইম তৈরি করা ii. ভিটামিন সঞ্চয় করা iii. বিষ অপসারণ করা নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

১৯। মানবদেহে ‘Q’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (ক) গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে (খ) পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত (গ) ইমালসিফিকেশনে সহায়তা করে (ঘ) এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি
সঠিক উত্তর: (ঘ) এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি

২০। সিলোমযুক্ত প্রাণী কোনটি? (ক) স্পঞ্জ (খ) জেলি ফিস (গ) চ্যাপ্টা কৃমি (ঘ) তেলাপোকা
সঠিক উত্তর: (ঘ) তেলাপোকা

২১। স্ত্রীজনন তন্ত্রের অংশ কোনটি? (ক) স্ক্রোটাম (খ) প্রোস্টেট গ্রন্থি (গ) সারভিক্স (ঘ) সেমিনাল ভেসিকল
সঠিক উত্তর: (গ) সারভিক্স নিচের চিত্রটি থেকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :

২২। উদ্দীপকের চিত্রের ‘P’ চিহ্নিত অংশের নাম কী? (ক) বোম্যানস ক্যাপসুল (খ) হেনলির লুপ (গ) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা (ঘ) গ্লোমেরুলাস
সঠিক উত্তর: (ঘ) গ্লোমেরুলাস

২৩। উদ্দীপকের চিত্রের তীর চিহ্নিত সঠিক গতিপথ কোনটি? (ক) গ্লোমেরুলাস → প্রক্সিমাল প্যাঁচানো নালিকা →সংগ্রাহী নালিকা → হেনলির লুপ (খ) বোম্যানস্ ক্যাপসুল → হেনলির লুপ → ডিস্টাল প্যাঁচানো নালিকা → সংগ্রাহী নালিকা (গ) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা → হেনলির লুপ → ডিস্টাল প্যাঁচানো নালিকা → সংগ্রাহী নালিকা (ঘ) রেনাল করপাসল → সংগ্রাহী নালিকা → ডিস্টাল প্যাঁচানো নালিকা → হেনলির লুপ
সঠিক উত্তর: (গ) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা → হেনলির লুপ → ডিস্টাল প্যাঁচানো নালিকা → সংগ্রাহী নালিকা

২৪। অ্যালভিওলাসের বৈশিষ্ট্য হলো- i. সারফেকট্যান্ট ক্ষরণ করে ii. আঁইশাকার কোষে গঠিত iii. গ্যাসীয় বিনিময় ঘটায় নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

২৫। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? (ক) ডেল্টয়েডরিজ (খ) ক্ল্যাভিকল (গ) ট্রোক্যান্টার (ঘ) ট্রকলিয়া
সঠিক উত্তর: (গ) ট্রোক্যান্টার



এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

সিলেট বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]



১। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? (ক) ডেল্টয়েডরিজ (খ) ক্ল্যাভিক্ল (গ) ট্রোক্যান্টার (ঘ) ট্রকলিয়া
সঠিক উত্তর: (গ) ট্রোক্যান্টার

২। V নং করোটিক স্নায়ুর নাম কী? (ক) ট্রকলিয়ার (খ) অ্যাবডুসেন্স (গ) অডিটরি (ঘ) ট্রাইজেমিনাল
সঠিক উত্তর: (ঘ) ট্রাইজেমিনাল

৩। ‘অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার’ মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? (ক) চার্লস ডারউইন (খ) আগস্ট ভাইজম্যান (গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক (ঘ) হুগো দ্য ভ্রিস
সঠিক উত্তর: (গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক নিচের চিত্রটি থেকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

৪। উদ্দীপকের চিত্রটি নিম্নের কোন অবস্থা? (ক) অলিন্দের সিস্টোল (খ) নিলয়ের ডায়াস্টোল (গ) অলিন্দের ডায়াস্টোল (ঘ) নিলয়ের সিস্টোল
সঠিক উত্তর: (ঘ) নিলয়ের সিস্টোল

৫। চিত্রে উল্লিখিত অবস্থায় যা ঘটে i. ‘লাব’ সদৃশ শব্দদ সৃষ্টি হয় ii. ভেন্টিকল দুটি রক্তে পূর্ণ হয় iii. বাই ও ট্রাইকাসপিড ভাল্ভ বন্ধ থাকে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

৬। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি? (ক) নিউট্রোফিল (খ) লাইসোজাইম (গ) স্পার্মিন (ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (ক) নিউট্রোফিল

৭। ‘প্রভুগ্রন্থি’ থেকে নিঃসৃত হয় i. ACTH ii. FSH iii. CT নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

৮। হাইড্রার পরিপাকে অংশ নেয় i. ফ্লাজেলীয় কোষ ii. ক্ষণপদীয় কোষ iii. গ্রন্থি কোষ নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি থেকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানোর ফলে সাদা ও কালো উভয় ধরনেরই অপত্য জন্ম নিল।

৯। উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের পিতামাতার জিনোটাইপ কী ধরনের? (ক) Bb, Bb (খ) BB, Bb (গ) Bb, bb (ঘ) BB, bb
সঠিক উত্তর: (ক) Bb, Bb

১০। উদ্দীপকের আলোকে কালো ও সাদা অপত্যের অনুপাত কত? (ক) ১ : ১ (খ) ২ : ১ (গ) ৩ : ১ (ঘ) ১ : ১
সঠিক উত্তর: (গ) ৩ : ১

১১। ট্রাকিওলের বৈশিষ্ট্য হলো i. শাখা প্রশাখায় বিভক্ত ii. দেহকোষের কাছাকাছি অবস্থিত iii. টিস্যু রসে পূর্ণ নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

১২। আলোর প্রতি প্রাণীর সাড়াকে কী বলে? (ক) ফটোট্যাক্সিস (খ) টেলোট্যাক্সিস (গ) নেমোট্যাক্সিস (ঘ) ট্রোপোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) ফটোট্যাক্সিস

১৩। ঝিনুক কোন পর্বের প্রাণী? (ক) Platyhelminthes (খ) Mollusca (গ) Annelida (ঘ) Echinodermata
সঠিক উত্তর: (খ) Mollusca

১৪। মাছের জোড়া পাখনা কোনটি? (ক) পৃষ্ঠ পাখনা (খ) পুচ্ছ পাখনা (গ) পায়ু পাখনা (ঘ) শ্রেণি পাখনা
সঠিক উত্তর: (ঘ) শ্রেণি পাখনা

১৫। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি? (ক) হেপারিন (খ) ফাইব্রিন (গ) হিস্টামিন (ঘ) সিরাম
সঠিক উত্তর: (ক) হেপারিন

১৬। Hydra -র কোন কোষটি কেবলমাত্র বহিঃস্তরে বিদ্যমান? (ক) নিডোব্লাস্ট কোষ (খ) স্নায়ু কোষ (গ) গ্রন্থি কোষ (ঘ) ক্ষণপদীয় কোষ
সঠিক উত্তর: (ক) নিডোব্লাস্ট কোষ নিচের চিত্রটি থেকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

১৭। নিচের কোনটি উদ্দীপকের চিত্রের অংশ? (ক) কার্ডো (খ) গ্যালিয়া (গ) মেন্টাম (ঘ) স্টাইপস
সঠিক উত্তর: (গ) মেন্টাম

১৮। চিত্রের উপাঙ্গটির ক্ষেত্রে যা প্রযোজ্য i. খাদ্য চূর্ণকরণে সাহায্য করে ii. এটি অধঃ ওষ্ঠ iii. পাল্প বিদ্যমান নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও : সবচেয়ে বড় গ্রন্থি মিশ্র গ্রন্থি চ ছ

১৯। মানবদেহে ‘P’ এর কাজ হলো i. এনজাইম তৈরি করা ii. ভিটামিন সঞ্চয় করা iii. বিষ অপসারণ করা নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

২০। মানবদেহে ‘Q’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (ক) গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে (খ) পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত (গ) ইমালসিফিকেশনে সহায়তা করে (ঘ) এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি
সঠিক উত্তর: (ঘ) এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি

২১। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় i. গ্যাস্ট্রিন ii. ইনসুলিন iii. ট্রিপসিন নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

২২। স্ত্রীজননতন্ত্রের অংশ কোনটি? (ক) স্ক্রোটাম (খ) প্রোস্টেট গ্রন্থি (গ) সারভিক্স (ঘ) সেমিনাল ভেসিক্ল
সঠিক উত্তর: (গ) সারভিক্স নিচের চিত্রটি থেকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

২৩। উদ্দীপকের চিত্রে ‘P’ চিহ্নিত অংশের নাম কী? (ক) বোম্যানস্ ক্যাপসুল (খ) হেনলির লুপ (গ) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা (ঘ) গ্লোমেরুলাস
সঠিক উত্তর: (ঘ) গ্লোমেরুলাস

২৪। উদ্দীপকের চিত্রের তীর চিহ্নিত সঠিক গতিপথ কোনটি? (ক) গ্লোমেরুলাস → প্রক্সিমাল প্যাঁচানো নালিকা → সংগ্রাহী নালিকা → হেনলির লুপ (খ) বোম্যানস্ ক্যাপস্যুল → হেনলির ল্যুপ → ডিস্টাল প্যাঁচানো নালিকা → সংগ্রাহী নালিকা (গ) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা → হেনলির লুপ → ডিস্টাল প্যাঁচানো নালিকা → সংগ্রাহী নালিকা (ঘ) রেনাল করপাসল → সংগ্রাহী নালিকা → ডিস্টাল প্যাঁচানো নালিকা → হেনলির লুপ
সঠিক উত্তর: (খ) বোম্যানস্ ক্যাপস্যুল → হেনলির ল্যুপ → ডিস্টাল প্যাঁচানো নালিকা → সংগ্রাহী নালিকা

২৫। অ্যালভিওলাসের বৈশিষ্ট্য হলো i. সারফেকট্যান্ট ক্ষরণ করে ii. আঁইশাকার কোষে গঠিত iii. গ্যাসীয় বিনিময় ঘটায় নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii



এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

মাদ্রাসা বোর্ড - ২০১৯

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]



১। গ্লেনয়েড গহ্বর কোথায় পাওয়া যায়? (ক) ইলিয়ামে (খ) ইশ্চিয়ামে (গ) স্ক্যাপুলায় (ঘ) ক্ল্যাভিকলে
সঠিক উত্তর: (গ) স্ক্যাপুলায়


২। ওটিটিস মিডিয়া হয় i. মাতৃদুগ্ধ পান না করলে ii. কোনো কারণে অ্যাডিনয়েড ফুলে গেলে iii. শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে পড়াতে গিয়ে বললেন, “পানির অপর নাম জীবন হলেও অতিরিক্ত পানি পান করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।” তিনি আরো বললেন, “একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এবং এক ধরনের হরমোনের ক্রিয়ায় মানব শরীরে পানির সাম্যাবস্থা বজায় থাকে।”

৩। উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়া কোনটি? (ক) অসমোরেগুলে\\শন (খ) একটিভ সিক্রেশন (গ) ডিঅ্যামাইনেশন (ঘ) আল্টাফিলট্রেশন
সঠিক উত্তর: (ক) অসমোরেগুলেশন


৪। উদ্দীপকের শিক্ষকের বিবৃতির প্রেক্ষিতে উক্ত হরমোনটি- i. কম ক্ষরিত হয় ii. পানির পুনঃশোষণ বৃদ্ধি করে iii. পাতলা মূত্র উৎপন্ন করে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৫। নিচের কোন পদার্থটি ব্যাকটেরিয়া ধ্বংস করে? (ক) H2S (খ) HCl (গ) H2SO4 (ঘ) NaCl
সঠিক উত্তর: (খ) HCl


৬। কাতলা মাছের রক্ত সংবহনের ক্ষেত্রে প্রযোজ্য i. রক্ত প্রবাহে একমুখিতা দেখা যায় ii. প্রথমে সাইনাস ভেনোসাসে সংকোচন ঘটে iii. হৃদপিণ্ডে কেবল O2 সমৃদ্ধ রক্ত নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৭। জীবন্ত জীবাশ্ম কোনটি? (ক) কাঁকড়া (খ) প্লাটিপাস (গ) বিছা (ঘ) ডাইনোসর
সঠিক উত্তর: (খ) প্লাটিপাস


৮। শব্দের প্রতি সাড়াদান প্রাণীর কোন ধরনের ট্যাক্সিস? (ক) ফোনোট্যাক্সিস (খ) ফটোট্যাক্সিস (গ) রিওট্যাক্সিস (ঘ) থার্মোট্যাক্সিস সঠিক উত্তর: (ক) ফোনোট্যাক্সিস


৯। ট্রাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? (ক) বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে (খ) ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে (গ) বাম অলিন্দ ও ডান নিলয়ের মাঝে (ঘ) ডান অলিন্দ ও বাম নিলয়ের মাঝে
সঠিক উত্তর: (খ) ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে


১০। ল্যামপ্রের বৈশিষ্ট্য কোনটি? (ক) লার্ভাদশা অনুপস্থিত (খ) দেহ আঁইশ দ্বারা আবৃত (গ) নাসিকা থলি মুখবিবরে উন্মুক্ত (ঘ) ফুলকারন্ধ্র সাত জোড়া
সঠিক উত্তর: (ঘ) ফুলকারন্ধ্র সাত জোড়া
নিচের উদ্দীপকটি দেখ এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

১১। উদ্দীপকের A -অংশটির ক্ষেত্রে প্রযোজ্য- i. এতে ডেলটয়েড রিজ বিদ্যমান ii. এর মূলদেহকে সার্জিকাল গ্রীবা বলে iii. এর মস্তক অ্যাসিটাবুলামে যুক্ত থাকে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১২। চিত্রের B -অংশের ভূমিকা রয়েছে কোনটিতে? (ক) অন্ত্রের নিম্নাংশে অবলম্বন দান করতে (খ) হৃদপিণ্ড, ফুসফুসকে সুরক্ষিত রাখতে (গ) চোখ, কান, নাক ও মুখগহ্বর সৃষ্টিতে (ঘ) দেহকা-কে সুষ্ঠু সঞ্চালন করতে
সঠিক উত্তর: (খ) হৃদপিণ্ড, ফুসফুসকে সুরক্ষিত রাখতে


১৩। টিনিডিয়া কোথায় পাওয়া যায়? (ক) ট্রাকিওল (খ) ট্রাকিয়া (গ) অ্যাট্রিয়াম (ঘ) স্পাইরাকল
সঠিক উত্তর: (খ) ট্রাকিয়া


১৪। ঘ্রাণের অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় কোন স্নায়ু দ্বারা? (ক) অপটিক (খ) অডিটরি (গ) অকুলোমোটর (ঘ) অলফ্যাক্টরি
সঠিক উত্তর: (ঘ) অলফ্যাক্টরি


১৫। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে কোনটি? (ক) মুখের লালা (খ) চোখের পানি (গ) শ্বেতকণিকার ইন্টারফেরন (ঘ) শ্বাসনালির সিলিয়া
সঠিক উত্তর: (গ) শ্বেতকণিকার ইন্টারফেরন


১৬। মেসোডার্ম থেকে কোনটি সৃষ্টি হয়? (ক) দাঁতের ডেন্টিন (খ) নখ ও পালক (গ) শিং ও আঁইশ (ঘ) পায়ুর আবরণ
সঠিক উত্তর: (ক) দাঁতের ডেন্টিন
নিচের উদ্দীপকের আলোকে ১৭নং প্রশ্নের উত্তর দাও:

১৭। A -চিহ্নিত অংশটির ক্ষেত্রে প্রযোজ্য i. অবাঞ্চিত বস্তুর প্রবেশ রোধ করে ii. এটি তরুণাস্থি দিয়ে তৈরি iii. বাতাসের সাহায্যে শব্দ সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৮। সেরাস ফ্লুইড-এর কাজ কী? (ক) স্বররজ্জুর টান বা শ্লথন নিয়ন্ত্রণ করে (খ) ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে (গ) ট্রাকিয়ার অন্তঃপ্রাচীর অবাঞ্চিত বস্তুর প্রবেশ রোধ করে (ঘ) খাদ্য গলধঃকরণের সময় স্বরযন্ত্রের মুখ বন্ধ করে
সঠিক উত্তর: (খ) ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে

১৯। বেসোফিলের উৎপত্তি কোথায়?
(ক) প্লীহায়
(খ) টিস্যুতে
(গ) ভ্রূণীয় স্টেম কোষে
(ঘ) অস্থি মজ্জায়
সঠিক উত্তর: (ঘ) অস্থি মজ্জায়


২০। কোন পর্বের প্রাণীতে নিডোসাইট কোষ বিদ্যমান?
(ক) Cnidaria
(খ) Nematoda
(গ) Platyhelminthes
(ঘ) Mollusca
সঠিক উত্তর: (ক) Cnidaria


২১। মানুষের কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন নেই? (ক) A (খ) B (গ) O (ঘ) AB
সঠিক উত্তর: (গ) O


২২। থাইরক্সিন হরমোনের কাজ কোনটি?
(ক) লাইপোলাইসিস-এর হার বৃদ্ধি করে
(খ) হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় করে
(গ) ভ্রুণ ও শিশুর পরিস্ফুটনে ভূমিকা রাখে
(ঘ) বিপাকীয় প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে
সঠিক উত্তর: (ঘ) বিপাকীয় প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

২৩। উদ্দীপকের ‘A’ অংশের ক্ষেত্রে প্রযোজ্য
i. খাদ্যের অপাচ্য অংশের গাঁজন ও পাঁচন ঘটায়
ii. চর্বিকে ক্ষুদ্র কণায় পরিণত করে
iii. কিছু পরিমাণ লবণ ও পানি শোষণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৪। চিত্রের ‘B’ অংশে নিচের কোন বিক্রিয়াটি ঘটে?
(ক) ল্যাক্টোজ + পানি ল্যাক্টেজ→ গ্লুকোজ + গ্যালাক্টোজ
(খ) প্রোটিন+ ট্রিপসিন→ পলিপেপটাইড
(গ) শর্করা + টায়ালিন→মল্টোজ
(ঘ) কেসি + পানি রেনিন→ প্যারাকেসিন
সঠিক উত্তর: (খ) প্রোটিন+ ট্রিপসিন→ পলিপেপটাইড


২৫। ইটালিক ‘f’-এর মতো বাঁকা অস্থি কোনটি?
(ক) স্ক্যাপুলা
(খ) ইলিয়াম
(গ) ক্ল্যাভিকল
(ঘ) ইশ্চিয়াম
সঠিক উত্তর: (গ) ক্ল্যাভিকল